Cricket Australia

অবশেষে ‘মুক্ত’ কামিন্স, স্মিথ, ওয়ার্নাররা বাড়ি ফিরলেন

গত ৪ মে আইপিএল স্থগিত হয়। এরপরেই গোটা অস্ট্রেলীয় শিবির মলদ্বীপে চলে যায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০২১ ১৪:১৩
Share:

বাড়ি ফিরলেন স্মিথ, ওয়ার্নাররা। ছবি টুইটার

আইপিএল স্থগিত হয়ে যাওয়ার দীর্ঘ একমাস পর বাড়িতে ফিরলেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। সিডনিতে রবিবারই তাঁদের নিভৃতবাসের মেয়াদ শেষ হয়েছে। এরপরেই পরিবারের সঙ্গে মিলিত হলেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা।

Advertisement

গত ৪ মে আইপিএল স্থগিত হয়। এরপরেই গোটা অস্ট্রেলীয় শিবির মলদ্বীপে চলে যায়। সেখানে কিছুদিন নিভৃতবাসে থাকার পর দু’সপ্তাহ আগে সিডনিতে আসেন তাঁরা।

দিনের সেরা ছবি দেখা গিয়েছে কামিন্সের ক্ষেত্রেই। হোটেল থেকে বেরিয়েই গর্ভবতী বান্ধবী বেকি বস্টনকে জড়িয়ে ধরেন তিনি। স্মিথ, ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলকেও দেখা যায় নিজের পরিবারের সদস্যদের জড়িয়ে ধরতে। ম্যাক্সওয়েলকে দেখা যায় সতীর্থ মার্কাস স্টয়নিসকে জড়িয়ে ধরতে। এপ্রিলের শুরুতে পরিবার ছেড়ে ভারতে পাড়ি দেওয়ার পর অবশেষে ঘরে ফিরলেন তাঁরা।

Advertisement

সিএসকে-র ক্রিকেটার জেসন বেহরেনডর্ফ বলেছেন, “বাড়ি ফিরতে পারব এই খবরটা আমাদের কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। অনেকদিন বাড়ির বাইরে কাটাতে হয়েছে। বাড়ি ফিরতে তর সইছে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement