বন্যাবিধ্বস্ত চেন্নাইয়ের অবস্থা সরেজমিনে দেখতে সোমবার আন্তোনিও হাবাসের নির্দেশে এক প্রতিনিধিকে সেখানে পাঠাল আটলেটিকো দে কলকাতা। হাবাস তাঁকে বলে দিলেন, ‘‘মাঠের ছবি, অনুশীলন মাঠ পাওয়া যাবে কি না এবং বর্তমান পরিস্থিতি কী তা মঙ্গলবার সকালের মধ্যেই জানাতে।’’ ফের অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। সেনারা উদ্ধারের কাজ চালাচ্ছে। বহু রাস্তা এখনও জলের তলায়। বিমানবন্দরও স্বাভাবিক নয়। চেন্নাইয়ে ফোন করে জানা গেল, স্টেডিয়ামে রাতে ম্যাচ করার জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন তা দেওয়া সম্ভব নয় বলে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও চেন্নাইয়ান কর্তারা নাছোড়। ঘরের মাঠে সেমিফাইনাল ম্যাচ করার জন্য গোঁ ধরে বসে আছেন দলের অন্যতম মালিক অভিষেক বচ্চন। নিয়মানুযায়ী সংগঠকরা সেখানেই ম্যাচও ফেলে দিয়েছেন। কিন্তু ম্যাচ হবে তো? মেন্ডোজারা এখনও আটকে আছেন পুণেতে। মঙ্গলবার তাদের নিজেদের শহরে ফেরার কথা। জানা গিয়েছে, বৃষ্টি যদি আরও বাড়ে তার জন্য বিকল্প হিসাবে পুণের কথা ভেবে রাখা হয়েছে। কলকাতার কর্তারা ঠিক করেছেন, যদি হোটেল-সহ পরিকাঠামোগত সমস্যা হয় তা হলে তাঁরা চিঠি লিখবেন সংগঠকদের। এটিকে সচিব সুব্রত তালুকদার বললেন, ‘‘আমাদের প্রতিনিধির রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেব।’’ এ দিন থেকে সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিল কলকাতা। তবে চেন্নাইয়ের মার্কি ফুটবলার ইলানো এবং ডিফেন্ডার মেহরাজ না খেলতে পারায় হাবাস ব্রিগেড স্বস্তিতে। রবিবার আইএসএলের শেষ গ্রুপ ম্যাচে এফসি গোয়া ৩-২ গোলে দিল্লি ডায়নামোসকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে শেষ করে। সেমিফাইনালের প্রথম লেগে তাই দিল্লির মুখোমুখি হবে গোয়া। দ্বিতীয় সেমিফাইনালে আটলেটিকো দে কলকাতার লড়াই চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে ১২ ডিসেম্বর।