ATK Mohun Bagan

খারাপ ডিফেন্স, নর্থ ইস্টের কাছে ১-২এ গোলে হেরে গেল এটিকে মোহনবাগান

মুম্বইয়ের সঙ্গে পয়েন্টের ব্যবাধান কমাতে মরিয়া সবুজ-মেরুন বাহিনী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ২০:১৭
Share:

জয়ের পর নর্থ ইস্ট ইউনাইটেড দলের উচ্ছ্বাস। ছবি: আইএসএল

ফুল টাইম। ২-১ ব্যবধানে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। পাহাড়ের দলের গোলদাতা লুইস মাচাদো ও ফেদ্রিকো গ্যালেগো।

Advertisement

৮৪ মিনিট। প্রণয় হালদারের বদলে মাঠে নামলেন জয়েস রানে।

৮১ মিনিট। ফের ডিফেন্সের ভুল। ফেদ্রিকো গ্যালেগোর গোলে ব্যবধান বাড়াল নর্থ ইস্ট। ২-১এ এগিয়ে গেল খালিদ জামিলের দল।

Advertisement

৭৩ মিনিট। প্রবীরের জায়গায় কোমল থাটাল নামতেই বদলে গেল খেলা। রয় কৃষ্ণর গোলে সমতা ফেরাল এটিকেমোহন বাগান।

৬০। গোল.ল...ল..ল..ল..ল..ল..ল.....বাগান ডিফেন্ডারদের বোঝাপড়ার অভাব। প্রিতম-সন্দেশদের ভুলে গোল করে নর্থ ইস্ট ইউনাইটেডকে ১ গোলে এগিয়ে দিলেন লুইস মাচাদো।

৪৯ মিনিট। কড়া ট্যাকেল করে হলুদ কার্ড দেখেলন নর্থ ইস্টের গুরজিন্দর কুমার।

৪৬ মিনিট। ডেভিড উইলিয়ামসকে তুলে মনবীর সিংহকে মাঠে নামালেন আন্তোনিও লোপেজ হাবাস।

৪৬ মিনিট। আবার গোলের সুযোগ নষ্ট করল এটিকে মোহনবাগান। এখনও গোলের খোঁজে হাবাসের ছেলেরা।

৪৫ মিনিট। দুটো দল গোলের একাধিক চেষ্টা করলেও প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হল।

৩২ মিনিট। মাচাদোর জোরালো শট রুখে দিলেন গোলকিপার অরিন্দম।

২২ মিনিট। প্রবীরের ভাসানো বলে হেড করেন ফিজি তারকা। তবে শট পোস্টের বাইরে যায়।

৮ মিনিট| হাভি হারনান্দেজ থেকে বল পেয়েও সহজ গোলের সুযোগ নষ্ট করলেন রয় কৃষ্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement