জয়ের হ্যাটট্রিক করে লিগ শীর্ষে ফের এটিকে

প্রথমার্ধে হতাশই হলেন কলকাতার ফুটবলপ্রেমীরা। স্বপ্নপূরণ হল দ্বিতীয়ার্ধে।

Advertisement

শুভজিৎ মজুমদার

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ০৫:১৩
Share:

উল্লাস: পেনাল্টিতেই জোড়া গোল করে নায়ক রয় কৃষ্ণ। ছবি: সুদীপ্ত ভৌমিক

‘বুলবুল’ ঘূর্ণিঝড়ের আতঙ্কের সঙ্গে প্রবল বৃষ্টি। তা সত্ত্বেও শনিবার সন্ধ্যায় প্রায় সাড়ে আট হাজার দর্শক যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন মূলত দু’টো উদ্দেশ্য নিয়ে। এক) তিকিতাকা বনাম তিকিতিকা দ্বৈরথ দেখার আশা। দুই) এটিকে জার্সিতে জবি জাস্টিনের অভিষেকের সাক্ষী হয়ে থাকা।

Advertisement

প্রথমার্ধে হতাশই হলেন কলকাতার ফুটবলপ্রেমীরা। স্বপ্নপূরণ হল দ্বিতীয়ার্ধে।

এটিকের আন্তোনিয়ো লোপেস হাবাস এবং জামশেদপুর এফসি-র আন্তোনিয়ো ইরিয়ন্দো গার্সিয়া, দু’জনেই স্পেনের। কিন্তু শনিবারের বৃষ্টিস্নাত যুবভারতীতে দুই কোচের দর্শনে কোনও মিল ছিল না।

Advertisement

ঘরের মাঠে জামশেদপুরকে হারিয়ে আইএসএল টেবলে শীর্ষে ওঠার লক্ষ্যে ৩-৪-১-২ ছকে দল সাজিয়েছিলেন হাবাস। ডিফেন্ডার প্রবীর দাসকে তুলে নিয়ে এসেছিলেন মাঝমাঠে। উদ্দেশ্য, দ্রুত গোল করে বিপক্ষের উপরে চাপ বাড়ানো।

জামশেদপুরের শুরু থেকেই লক্ষ্য ছিল রক্ষণ মজবুত করে প্রতিআক্রমণে গোল করা। তাই ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিলেন কোচ গার্সিয়া। যাতে কোনও মতেই রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়াম, মাইকেল সুসাইরাজরা গোল করতে না পারেন। এটিকের কেউ বল ধরলেই জামশেদপুরের তিন-চার জন তাঁদের ঘিরে ধরেছেন। শরীর ব্যবহার করে রয় কৃষ্ণদের আটকাতে গিয়ে জামশেদপুরের চার ফুটবলার হলুদ কার্ডও দেখলেন। জামশেদপুরের কোচ স্পেনীয় হলেও এটিকের জয়রথ থামাতে তাঁর রণনীতিতে যেন ছিল ইটালির রক্ষণাত্মক ঘরানার ছাপ!

প্রতিপক্ষের চক্রব্যূহ ভেঙে সাত মিনিটেই অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল এটিকে। ডিফেন্ডার এমার্সন গম্বের ব্যাকপাস বিপন্মুক্ত করতে গিয়ে এটিকে স্ট্রাইকার ডেভিড উইলিয়ামসের পায়ে মারেন জামশেদপুর গোলরক্ষক সুব্রত পাল। বল গোল পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন সুব্রত। এর এক মিনিটের মধ্যে গতির বিরুদ্ধে গোল করার ভাল সুযোগ পেয়েছিল জামশেদপুর। বাঁ-দিক থেকে ফ্রান্সিসকো মেদিনা বল ভাসিয়ে দিয়েছিলেন এটিকে বক্সে। কিন্তু ফারুখ চৌধুরির অসাধারণ হেড ক্রসবারে ধাক্কা খায়। প্রথমার্ধ এই আর কোনও সুযোগ পায়নি জামশেদপুর।

ম্যাচের ১৯ মিনিটে আরও এক বার এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল এটিকের সামনে। শরীর শূন্যে ভাসিয়ে নেওয়া উইলিয়ামসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে নেওয়া জয়েশ রানের দূরপাল্লার শটও লক্ষ্যে ছিল না।

যুবভারতীতে ছবিটা বদলাতে শুরু করে ম্যাচের ৫৭ মিনিট থেকে। নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে রয় কৃষ্ণকে ফাউল করেন জামশেদপুর ডিফেন্ডার খোসে লুইস এসপিনোসা। সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করে এটিকে-কে এগিয়ে দেন রয় কৃষ্ণ। ৬৯ মিনিটে ফের গোল করেন তিনি। এ বারও পেনাল্টি থেকে। এর পরেই জবিকে নামান এটিকে কোচ। কিন্তু এটিকে জার্সিতে অভিষেক ম্যাচে গোলের স্বপ্ন যদিও পূরণ হল না তাঁর।

যুবভারতীতে ০-২ পিছিয়ে যাওয়ার পরেই রণনীতি বদলে ফেলেন জামশেদপুর কোচ। আক্রমণাত্মক খেলতে শুরু করেন ফারুখেরা। অবশেষে দেখা গেল তিকিতাকা বনাম তিকিতাকার দ্বৈরথ। ৮৫ মিনিটে ব্যবধান কমান সের্খিয়ো কাস্তেল। পেনাল্টি বক্সের মধ্যে জামশেদপুর স্ট্রাইকারকে ফাউল করেছিলেন এটিকে ডিফেন্ডার আনাস এডাথোডিকা। তবে শেষরক্ষা হল না। ম্যাচের সংযুক্ত সময়ে গোল করে এটিকে-কে লিগ টেবলের শীর্ষে নিলে গেলেন পরিবর্ত হিসেবে নামা এদু গার্সিয়া।

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান পুনরুদ্ধারের পরে উচ্ছ্বসিত এটিকে কোচ হাবাস সাংবাদিক বৈঠকে বললেন, ‘‘ছেলেদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। প্রথম দলে সাত জন নতুন ফুটবলার খেলিয়েছিলাম।’’ চলতি আইএসএলে বারবারই রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাবাস। এ দিন রেফারির বিরুদ্ধে ক্ষুব্ধ জামশেদপুর শিবির। তাদের দাবি, দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্ত ঠিক ছিল না। হাবাস বলেছেন, ‘‘কোনও দিন ভাল যায়। কোনও দিন খারাপ। তবে রিজার্ভ বেঞ্চ থেকে দেখে বোঝা কঠিন, রেফারির পেনাল্টির সিদ্ধান্ত ঠিক ছিল না ভুল।’’

এটিকে: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, আগুস্তিয়ান গার্সিয়া, আনাস এডাথোডিকা, প্রবীর দাস, জয়েশ রানে (প্রণয় হালদার), কার্ল ম্যাকহিউ, মাইকেল সুসাইরাজ (জবি জাস্টিন), ফ্রান্সিসকো হাভিয়ার হার্নান্দেস (এদু গার্সিয়া), ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণ।

জামশেদপুর এফসি: সুব্রত পাল, রবিন গুরুং, খোসে লুইস এসপিনোসা, এমার্সন গম্বে, কিগান পেরেরা (বিকাশ জাইরু), আইতর রুয়েদা, মহম্মদ মোবাশির (অনিকেত যাদব), ফারুখ চৌধুরি, ফ্রান্সিসকো মেদিনা (আকোস্তা রিভেরা), আইজ্যাক ভানমালসাওমা এবং সের্খিয়ো কাস্তেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement