Anustup Majumder

অসমের কাছে হার বাংলার

এ দিনের হারের ফলে এলিট গ্রুপ ‍‘বি’-তে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অসম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ০৪:৪১
Share:

—ফাইল চিত্র

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের বিরুদ্ধে শনিবার ১৩ রানে হারল বাংলা। প্রথমে ব্যাট করে অসম করেছিল ১৫৭-৫। জবাবে বাংলার ইনিংস শেষ হয় ১৪৪-৮।

Advertisement

হারের পর বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেন, ‍‘‍‘একটা খারাপ দিন গেল। সব বিভাগেই একাধিক ভুলভ্রান্তি হয়েছে। সে সব শুধরেই পরের ম্যাচে নামতে হবে। আশা করি, এই গ্রুপ থেকে পরের ধাপে যাবে বাংলা।’’

এ দিনের হারের ফলে এলিট গ্রুপ ‍‘বি’-তে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অসম।

Advertisement

টস জিতে অসমকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলা অধিনায়ক। কিন্তু বিপক্ষের ওপেনিং জুটি দ্রুত ভাঙলেও তার পরে অসমকে কোণঠাসা করতে পারেননি বাংলার বোলারেরা। সেই সুযোগেই ৫৪ বলে ৭৭ রান করে বাংলা শিবিরকে চাপে ফেলেন অসমের অধিনায়ক রিয়ান পরাগ। তাঁকে যোগ্য সঙ্গত করেন দেনিশ দাস (৩৬ বলে ৩৪ রান)।

জবাবে বাংলার দুই ওপেনার শ্রীবৎস গোস্বামী (১০ বলে ১৬) বিবেক সিংহ (১৪ বলে ২১) ঝটিকা মেজাজে শুরু করলেও দ্রুত ৩৯-২ হয়ে যায় বাংলা। অধিনায়ক অনুষ্টুপ ৪৭ বলে ৪৮ রান করলেও দলের বাকিরা কেউ দাঁড়াতে পারেননি। ব্যতিক্রম মনোজ তিওয়ারি। তিনি ২২ বলে ৩৩ রান করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement