—ফাইল চিত্র
করোনার জন্য এ বছরের এশিয়ান গেমস পিছিয়ে দেওয়া হয়েছিল। পরের বছর হবে এশিয়ান গেমস। চিনের হ্যাংঝৌ শহরে গেমস। মঙ্গলবার জানিয়ে দিল এশিয়ার অলিম্পিক্স কাউন্সিল (ওসিএ)।
১৯তম এশিয়ান গেমস শুরু হওয়ার কথা ছিল এ বছর ১০ সেপ্টেম্বর থেকে। কিন্তু ৬ মে জানিয়ে দেওয়া হয় যে এ বছর এশিয়ান গেমস স্থগিত রাখা হচ্ছে। চিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওসিএ-র তরফে বলা হয়, ‘শেষ দু’মাস ধরে চিনের অলিম্পিক্স কমিটির সঙ্গে কথা হচ্ছে। অন্য প্রতিযোগিতার সঙ্গে যাতে গেমসের সময় এক না হয়ে যায় সেই নিয়ে আলোচনা করা হয়।’ ২০২৩ সালে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৮ অক্টোবর পর্যন্ত।
এশিয়ান গেমসে প্রায় ১০ হাজার প্রতিযোগী খেলবে বলে মনে করা হচ্ছে। এশিয়ান গেমসকে সফল করে তুলতে সব রকম চেষ্টা করবে বলে জানিয়েছে হ্যাংঝৌ অলিম্পিক্স কমিটি।