Sports

অশ্বিনের ৬ উইকেট, ইংল্যান্ড ৪০০, ভারত ১৪৬/১

২৩টা ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ফেললেন রবিচন্দ্রণ অশ্বিন। মাত্র ৪৩টা টেস্ট (এখনও একটা ইনিংস বাকি) খেলে। ছুঁয়ে ফেললেন ১৩১ টেস্ট খেলা কপিল দেবকে। ভারতীয় ক্রিকেটে তাঁর সামনে শুধু কুম্বলে আর হরভজন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৪
Share:

ফের অশ্বিন গর্জন। ছবি: এএফপি।

২৩টা ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ফেললেন রবিচন্দ্রণ অশ্বিন। মাত্র ৪৩টা টেস্ট (এখনও একটা ইনিংস বাকি) খেলে। ছুঁয়ে ফেললেন ১৩১ টেস্ট খেলা কপিল দেবকে। ভারতীয় ক্রিকেটে তাঁর সামনে শুধু কুম্বলে আর হরভজন। হরভজন ২৫ ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। কুম্বলে ৩৫ বার।

Advertisement

মোট উইকেটের দৌড়ে শ্রীনাথকে (২৩৬) পিছনে ফেলে গতকালই ভারতীয় বোলারদের তালিকায় সাত নম্বরে চলে গিয়েছিলেন অশ্বিন। সামনে ভগবত্ চন্দ্রশেখর (২৪২), বিষণ সিংহ বেদী (২৬৬), জাহির খান (৩১১), হরভজন সিংহ (৪১৭), কপিল দেব (৪৩৪) এবং অনিল কুম্বলে (৬১৯)।

মুম্বই টেস্টের প্রথম দিনের শেষে গতকাল ৫ উইকেটে ২৮৫ তুলেছিল ইংল্যান্ড। আজ তাদের ইনিংস শেষ হয় ৪০০ রানে। অশ্বিন (৬ উইকেট) এবং জাডেজা (৪ উইকেট) ছাড়া ভারতীয় বোলারদের আর কেউ একটা উইকেটও পাননি।

Advertisement

আরও পড়ুন: লোডশেডিংয়ে ছেলের সেঞ্চুরিই দেখা হল না সিনিয়র জেনিংসের

বড় রানের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ৩৯ রানের মাথাতেই উইকেট খোয়ায় ভারত। ২৪ রানে আউট হন রাহুল। তবে তারপর শক্ত হাতেই পরিস্থিতি সামাল দেয় বিজয়-পূজারা জুটি। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ১৪৬। বিজয় ৭০ রানে এবং পূজারা ৪৭ রানে ব্যাট করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement