স্থানীয় ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে কালীঘাটে খেলতে দেখা যেত তাঁকে। কিন্তু এ বার আর দেখা যাবে না। দীর্ঘ দিন পর কালীঘাট ছেড়ে এ বার মোহনবাগান খেলতে চলেছেন বাংলার পেসার অশোক দিন্দা।
এ বারই প্রথম মোহনবাগানের হয়ে খেলবেন দিন্দা। ক্লাবের সঙ্গে কথাবার্তা, চুক্তি চূড়ান্ত। সোমবার মোহনবাগানের ক্রিকেট সচিব সম্রাট ভৌমিক বললেন, ‘‘দিন্দার ইচ্ছে ছিল মোহনবাগান খেলার। আমাদেরও ইচ্ছে ছিল ওকে খেলানোর।’’ দিন্দা যোগ দেওয়ার পর স্থানীয় ক্রিকেটে শক্তিশালী দল গড়ার দিকে মোহনবাগান। কালীঘাট থেকে তিন জনকে এ বার তারা তুলে নিল। অশোক দিন্দা, অলরাউন্ডার সায়নশেখর মণ্ডল ছাড়াও তারা নিয়েছে এই মুহূর্তে বঙ্গ ব্যাটিংয়ের সেরা সম্ভাবনা সুদীপ চট্টোপাধ্যায়কে।