ম্যাচের পর ম্যাচ হারছে আর্সেনাল। দীর্ঘ কুড়ি বছরে এতটা খারাপ পরিস্থিতির মুখে কোনওদিন পড়তে হয়নি আর্সেন ওয়েঙ্গারকে। তাতেও হাল ছাড়ছেন না আর্সেনালের ফরাসি কোচ। তিনি জানিয়ে দিয়েছেন আগামী মরসুমেও থাকছেন ক্লাবে।
আর্সেন ওয়েঙ্গার নিয়ে দু’ভাগ আর্সেনাল ভক্তরা। কয়েক জন মনে করছেন এ বার সময় এসেছে নতুন কোচ আনার। কয়েক জনের মতে ওয়েঙ্গার আর এক বছর থাকার যোগ্য। শনিবার ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে ১-৩ হারের পর সাংবাদিক সম্মেলনে এসে ওয়েঙ্গার বলেছিলেন, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। সেটা জানাবেন কিছু দিন পরেই। শোনা যাচ্ছে, নিজের কাছের মানুষদের ওয়েঙ্গার বলেছেন তিনি ক্লাবে থাকতে চান। ব্রিটিশ মিডিয়া জানাচ্ছে, গত কয়েক দিনে খোশমেজাজেই দেখা গিয়েছে ওয়েঙ্গারকে। ২০১৪-তেও যখন ওয়েঙ্গারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা দেখা দেয় ঠিক এ রকম ভাবেই ইউ টার্ন নিয়ে নতুন চুক্তি সই করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, এ বারও তাই হবে। দু’বছরের নতুন চুক্তিতে সই করবেন আর্সেনাল কোচ। যদিও পারফরম্যান্সের উপর নির্ভর করবে চুক্তি আরও বাড়ানো হবে কিনা।
ওয়েঙ্গার কিছু দিন আগে পরিষ্কার করে দিয়েছিলেন আর্সেনালে তিনি থাকবেন কিনা সেটা তিনিই ঠিক করবেন। ক্লাব কর্তারাও জবাবে আবার জানিয়ে দেন ওয়েঙ্গারকে নতুন চুক্তি দেওয়া হবে কিনা সেটা ক্লাবের উপর নির্ভর করছে।