দুষ্কৃতিদের আক্রমণের সেই ভিডিও-র অংশ। ছবি: টুইটার
বৃহস্পতিবার বিকেলে হঠাৎ-ই আর্সেনাল তারকা মেসুট ওজিলের গাড়িতে আক্রমণ চালায় কিছু দুষ্কৃতী। তাঁরা পাথর দিয়ে গাড়ির কাচ ভাঙতে চায়। ওজিলের সঙ্গে ছিলেন আর্সেনালের লেফট ব্যাক সিড কোলাসিনাচ। ওজিলের মারসিডিজ তখন লন্ডনের গোল্ডারসগ্রিন এলাকার এক সিগন্যালে দাঁড়িয়ে। হঠাৎ তাঁদের গাড়ির কাচের ওপর ইট বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। তাঁদের হাতে ছুরিও ছিল।
তবে ছেড়ে দেননি ওজিলরা। তাঁরাও গাড়ি থেকে নেমে পাল্টা তেড়ে যান দুষ্কৃতীদের দিকে। এর পরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। আর্সেনালের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ফুটবলারই সুস্থ আছেন। লন্ডন পুলিশ জানিয়েছে, ডাকাতির জন্যই এই কাজ করেছে দুষ্কৃতীরা। যদিও এখনও কেউ ধরা পড়েনি। দুষ্কৃতিদের মুখ ঢাকা ছিল হেলমেটে।
ওজিলরা যদিও প্রথম ফুটবলার নন যাঁদের ওপর লন্ডনের রাস্তায় এই ধরনের আক্রমণ হল। এর আগে ওয়েস্ট হ্যামের প্রাক্তন খেলোয়াড় অ্যান্ডি ক্যারলকে বন্দুক হাতে ভয় দেখানো হয় প্র্যাকটিস থেকে ফেরার সময়।
আরও পড়ুন: সেনার নির্দেশে বন্ধ ইস্টবেঙ্গল শতবর্ষে সৌন্দর্যায়নের কাজ