ভারতীয় দলে ফিরলেন দীপিকা। —ফাইল চিত্র
টোকিয়ো অলিম্পিক্সে ব্যর্থতার পর প্রায় হারিয়েই গিয়েছিলেন দীপিকা কুমারী। ভারতীয় তিরন্দাজ ফের শিরোনামে ফিরে এলেন। মঙ্গলবার থেকে শুরু হতে চলা প্যারিস বিশ্বকাপে নামবেন তিনি। গত বছর প্যারিসেই বিশ্বকাপে সোনা জিতেছিলেন দীপিকা।
২৮ বছরের এই তিরন্দাজকে নিয়ে আশা ছিল অলিম্পিক্সেও। কিন্তু সেখানে কোনও পদক জিততে পারেননি তিনি। এর পরেই ছন্দ হারান দীপিকা। সেই সঙ্গে তাঁর স্বামী অতনু দাসও ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। ভারতীয় দলেও জায়গা হারান দীপিকা। এশিয়ান গেমসের দলে দু’জনের কেউই জায়গা পাননি। পরবর্তী সময় যদিও সেই প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়। আগে এশিয়ান গেমস এবং বিশ্বকাপের স্টেজ থ্রি-র জন্যে একই দল বেছে নেওয়া হত। ভারতের সেরা আট তিরন্দাজের মধ্যে ট্রায়াল নেওয়া হয়। সেই সুযোগ কাজে লাগান দীপিকা। ঢুকে পড়েন ভারতীয় দলে। অতনু প্রথম আটের মধ্যে নেই।
দীপিকা সুযোগ পাওয়ায় ছিটকে গেলেন কমলিকা বারি। সেই সঙ্গে সুযোগ পেয়েছেন প্রবীণ যাদব। তিনি সুযোগ পাওয়া বাদ গিয়েছেন সচিন গুপ্ত। দীপিকা শেষ বার ভারতের হয়ে খেলেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে। ইয়াঙ্কটন বিশ্বকাপে চতুর্থ হয়েছিলেন তিনি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।