Taskin Ahmed and Arafat sunny visit Brisbane

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্নে আরাফত, তাসকিন

বোলিং অ্যাকশনের সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিলেন বাংলাদেশের দুই বোলার আরাফত সানি ও তাসকিন আহমেদ। এবার সেই সমস্যা শুধরে নিতে দু’জন যাচ্ছেন ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে। দু’জনেই এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ২৩:১৮
Share:

তাসকিন আহমেদ ও আরাফত সানি।

বোলিং অ্যাকশনের সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিলেন বাংলাদেশের দুই বোলার আরাফত সানি ও তাসকিন আহমেদ। এবার সেই সমস্যা শুধরে নিতে দু’জন যাচ্ছেন ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে। দু’জনেই এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত। টি২০ বিশ্বকাপের সময়ই এই দু’জনের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। তার পর থেকেই তাঁরা নির্বাসিত। দু’জনের সঙ্গে রয়েছেন বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহ। এখানে কয়েকদিন অনুশীলন করবে দু’জন। তার আগে দু’জনের বায়োমেকানিক্স পরীক্ষাও হবে। ১০ থেকে ১২ দিনের মধ্যেই চলে আসবে এই পরীক্ষার ফল। ওই ফলের উপরই নির্ভর করবে এই দু’জনের বাংলাদেশ দলে যোগ দেওয়া।

Advertisement

এই মুহূর্তে বাংলাদেশের সামনে রয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ। আরাফত সানি বলেন, ‘‘আমরা গত কয়েক মাস ধরে অনেক খেটেছি। আমাদের রিভিউ কমিটি, কোচিং স্টাফ ও দলের সকলেই আমাদের উৎসাহ দিয়েছে। বোলিং অ্যাকশন অনেক ঠিক হয়েছে। কিন্তু পরীক্ষার ফল কী আসবে সেটা নিয়েই চিন্তা। আমার বিশ্বাস যদি আমরা নিজেদের কাজ করে যাই তা হলে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারব।’’ তাসকিন আহমেদেরও একই বক্তব্য। তিনি বলেন, ‘‘আমরা একটা বিশ্বাস নিয়ে যাচ্ছি। আমরা আত্মবিশ্বাসী সঙ্গে উচ্ছ্বসিতও। বিশ্বাস সফল হয়েই ফিরব। সবার শুভেচ্ছা চাই যাতে দেশের মাটিতে পরের সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারি। আমরা গত চার-পাঁচ মাস অনেক খেটেছি।’’

ভারতের মাটিয়ে টি২০ বিশ্বকাপের সময় দু’জনের বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় তাঁদের পাঠানো হয়েছিল চেন্নাইয়ের সেন্টারে। সেখানেই তাঁদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়। এবার নতুন করে স্বপ্ন দেখছেন দু’জনে। এই দুই বোলার ফিরলে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ বোলিং।

Advertisement

আরও খবর

বাংলাদেশ সফর নিয়ে দোটানায় মরগ্যান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement