ATKMB

মার্সেলিনহোকে তৈরি করার চেষ্টা

১৩ ম্যাচের পরে ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে রয়েছে এটিকে-মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ০৭:৩৯
Share:

ফাইল চিত্র।

পরিকল্পনাই ভেস্তে গিয়েছে এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের। মরসুমের প্রথম দিকে গত বারের বিদেশি ফুটবলারদের ধরে রেখে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিলেন তিনি। কিন্তু সময় যত এগোচ্ছে, ততই চোট-আঘাতে জর্জরিত হয়ে পড়ছেন বিদেশি ফুটবলারদের একটা বড় অংশ। সে কারণেই লিগ পর্বের বাকি সাত ম্যাচে ভারসাম্যযুক্ত প্রথম একাদশ গড়া নিয়ে কপালের ভাঁজ বেড়েছে তাঁর।

Advertisement

১৩ ম্যাচের পরে ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু’নম্বরে রয়েছে এটিকে-মোহনবাগান। রবিবার ফতোরদা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। আইএসএলের উদ্বোধনী ম্যাচে যাদের রয় কৃষ্ণের গোলে হারিয়েছিল হাবাসের দল। কেরল ব্লাস্টার্স ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্রথম চারের বাইরে থাকলেও গত কয়েক ম্যাচে রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ- এই তিন বিভাগেই উন্নতি করেছে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তড়িঘড়ি এটিকে-মোহনবাগান অনুশীলনে হাজির করানো হল ওড়িশা এফসি থেকে লোনে আসা ব্রাজিলীয় স্ট্রাইকার মার্সেলো লেইতে পেরিরাকে। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত মার্সেলিনহো নামেই। তাঁর চোট-আঘাতজনিত সমস্যা আছে কি না তা পরীক্ষা করে দেখলেন হাবাস। তবে কী দেখেছেন তা সংবাদমাধ্যমের কাছে জানাননি তিনি। শুক্রবার সকালে মার্সেলিনহোকে নিয়ে আলোচনার পরেই বাকি সিদ্ধান্ত নেবেন হাবাস। তাঁর পরীক্ষায় পাস করে গেলে মার্সেলিনহোকে নামিয়ে দেওয়া হতেই পারে কেরলের বিরুদ্ধে। না হলে চার বিদেশি (তিরি, কার্ল ম্যাকহিউ, জাভি হার্নান্দেস ও রয় কৃষ্ণ) নিয়েই কিবুর দলের মুখোমুখি হতে পারে
এটিকে-মোহনবাগান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement