Antonio Lopez Habas

Antonio López Habas: প্লে-অফ নিয়ে চিন্তিত হাবাস

বৃহস্পতিবার রয় কৃষ্ণ ও হুগো বুমোস গোল পেলেও, দু’বার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করায় বিব্রত সবুজ-মেরুন কোচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ০৭:২৪
Share:

ফাইল চিত্র।

চিন্তা যাচ্ছে না আন্তোনিয়ো লোপেস হাবাসের। টানা চার ম্যাচ জয়হীন এটিকে-মোহনবাগান। প্রথম দুই ম্যাচে জয়ের পরে রয় কৃষ্ণ গোলের কাছে গিয়েও গোল করতে পারছেন না বলে চিন্তা ছিল হাবাসের। কিন্তু বৃহস্পতিবার রয় কৃষ্ণ ও হুগো বুমোস গোল পেলেও, দু’বার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েও ম্যাচ ড্র করায় বিব্রত সবুজ-মেরুন কোচ।

Advertisement

বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার পরে তিনি বলে যান, ‍‘‍‘এখনই যদি না উন্নতি করা যায়, তা হলে প্লে-অফে খেলা অসম্ভব হয়ে দাঁড়াবে।’’ শেষ চার ম্যাচে ১২ পয়েন্টের মধ্যে মাত্র দু’পয়েন্ট ঢুকেছে হাবাসের ঝুলিতে। যা নিয়ে অসন্তুষ্ট সবুজ-মেরুন কোচ বলছেন, ‍‘‍‘আমাদের সুনাম নষ্ট হচ্ছে। তা পুনরুদ্ধার না করতে পারলে প্লে-অফে খেলা যাবে না। ছেলেদের সেটা বুঝতে হবে।’’

গত বছর লিগ পর্বে ১৫ গোল খাওয়া এটিকে-মোহনবাগান এ বার ছয় ম্যাচেই ১৩ গোল খেয়ে বসে আছে। দলের এই অবস্থায় বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলদাতা লেফ্ট ব্যাক শুভাশিস বসু বলছেন, ‍‘‍‘আমাদের খেলায় সংশোধন দরকার। গোল করে গোল খাওয়া চলবে না। তা না হলে প্রথম চারে থাকা যাবে না। আশা করছি পরের ম্যাচে জিতেই ফিরব।’’

Advertisement

হতাশ এটিকে-মোহনবাগানের তারকা রয় কৃষ্ণও। তাঁর প্রতিক্রিয়া, ‍‘‍‘দল হিসেবে ভাল খেলতে পারছি না। ভাগ্য ভাল থাকায় বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে হারতে হয়নি। মাঝমাঠ থেকে বলের জোগান না থাকায় নেমে আসতে হচ্ছে। ফলে সমস্যা হচ্ছে।’’ এটিকে-মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড, যারা এ দিন ২-০ হারিয়েছে এসসি ইস্টবেঙ্গলকে।

এ দিকে, আজ শনিবার আইএসএলের প্রথম ম্যাচে তিলক ময়দানে চেন্নাইয়িন এফসি-র প্রতিপক্ষ ওড়িশা এফসি। এই ম্যাচ জিতলে লিগ তালিকায় আরও উপরে উঠে যাবে চতুর্থ স্থানে থাকা ওড়িশা। অন্য ম্যাচে এফসি গোয়ার প্রতিপক্ষ হায়দরাবাদ। জিতলে দ্বিতীয় স্থানে চলে
যাবে হায়দরাবাদ।

গত ম্যাচেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হেরেছে চেন্নাইয়িন। সে কারণে ওড়িশার বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া রহিম আলিরা। পাঁচ ম্যাচের পরে আট পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে চেন্নাইয়িন। তাদের কোচ বজ়িদার বান্দোভিচ বলেছেন, ‍‘‍‘আগের দুই ম্যাচে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছি। আশা করছি, আক্রমণ ভাগের খেলোয়াড়েরা ওড়িশার বিরুদ্ধে গোল করে প্রয়োজনীয় তিন পয়েন্ট
তুলে আনবে।’’

অন্য দিকে, পাঁচ ম্যাচে ন’পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ওড়িশা কোচ কিকো রামিরেজ়ের কথায়, ‍‘‍‘ভুলগুলো শুধরে নিয়েছি অনুশীলনে। চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পেতেই হবে।’’

দ্বিতীয় ম্যাচে কার্ড সমস্যায় গোয়া কোচ হুয়ান ফেরান্দো আবার হায়দরাবাদের বিরুদ্ধে পাবেন না হর্হে অর্তিজ়কে। গোয়া কোচ বলছেন, ‍‘‍‘কে নেই তা নিয়ে ভাবছি না। আমাদের ৯০ মিনিট মনঃসংযোগ ধরে
রাখতে হবে।’’

আজ আইএসএলে: চেন্নাইয়িন এফসি বনাম ওড়িশা এফসি (সন্ধ্যা ৭.৩০ থেকে)। এফসি গোয়া বনাম হায়দরাবাদ এফসি (রাত ৯.৩০ থেকে)। স্টার স্পোর্টস টু চ্যানেলে সম্প্রচার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement