Ansumana Kromah

করোনা আক্রান্ত ক্রোমা

সল্টলেকে যুবভারতী সংলগ্ন যে হোটেলে দলগুলো রয়েছেন, সেখানেই আক্রান্ত হয়েছেন দুই ফুটবলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০৪:৪৩
Share:

আনসুমানা ক্রোমা। ফাইল চিত্র।

সাত দিন পরেই কলকাতায় শুরু হবে আই লিগের বাছাই পর্বের ম্যাচ। কিন্তু তার আগেই আতঙ্ক বাড়াল করোনাভাইরাসের সংক্রমণ।

Advertisement

সল্টলেকে যুবভারতী সংলগ্ন যে হোটেলে দলগুলো রয়েছেন, সেখানেই আক্রান্ত হয়েছেন দুই ফুটবলার। এঁদের এক জন ভবানীপুরের আনসুমানা ক্রোমা। আর এক জন এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের। তাঁর নাম প্রকাশ করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ৮ থেকে ১৯ অক্টোবর কলকাতায় হবে বাছাই পর্ব। জানা গিয়েছে, ২৫ সেপ্টেম্বর বাইপাসের ধারে স্টেডিয়াম সংলগ্ন হোটেলে উঠেছে ভবানীপুর। এক দিন পরে দলে যোগ দেন ক্রোমা। তখন তাঁর রিপোর্ট ছিল ‘নেগেটিভ’। কিন্তু বুধবার ফের পরীক্ষা হলে ক্রোমার রিপোর্ট ‘পজিটিভ’ আসে। কোচ শঙ্করলাল চক্রবর্তীর কথায়, ‍‘‍‘দলের জন্য বড় ধাক্কা। ক্রোমার জায়গায় অন্য ফুটবলার নেওয়ার সুযোগও নেই।’’ করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছেন মহমেডানের তীর্থঙ্কর সরকারও।

নতুন নামে নথিভুক্ত ইস্টবেঙ্গল: বৃহস্পতিবার আইএফএ-তে নথিভুক্ত হল শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। গভর্নিং বডি অনুমোদন দেয় এ দিন। এ দিকে আইএফএ-র সহ-সভাপতি নির্বাচিত হলেন প্রাক্তন জাতীয় গোলরক্ষক তনুময় বসু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement