তরুণ তারকাকে নিয়ে উচ্ছ্বাস
Football

জোড়া গোল করে নতুন কীর্তি ফাতির

রূপকথার চেয়ে কম নয় আনসুর উত্থান। ২০০২ সালে আফ্রিকার গিনি বিসাউয়ে জন্ম তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০১
Share:

জুটি: মেসির পাস থেকে গোল করে উৎসব ফাতির। গেটি ইমেজেস

এক জনের পায়ের জাদুতে আচ্ছন্ন ফুটবলপ্রেমীরা। আর এক জন মাত্র সতেরো বছর বয়সেই তারকা হয়ে উঠেছেন। রবিবার রাতে দুই তারকার যুগলবন্দিতেই লা লিগায় জয়ের সরণিতে ফিরল বার্সেলোনা। প্রথম জন লিয়োনেল মেসি। অন্য জন লা লিগায় সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার কীর্তি গড়া আনসু ফাতি।

Advertisement

রূপকথার চেয়ে কম নয় আনসুর উত্থান। ২০০২ সালে আফ্রিকার গিনি বিসাউয়ে জন্ম তাঁর। ২০০৮ সালে স্পেনের সেভিয়ায় চলে গিয়েছিল আনসুর পরিবার। কিন্তু নতুন দেশে চাকরি কে দেবে আনসুর বাবা ফরি ফাতিকে? বাধ্য হয়ে রাস্তায় ঘুরে ঘুরে সন্তানদের জন্য খাবার ভিক্ষে করতেন। পরিস্থিতি কিছুটা বদলায় শহরের মেয়র যখন তাঁকে গাড়ি চালক হিসেবে নিয়োগ করেন। চরম আর্থিক সঙ্কটের মধ্যেও ছেলেদের ফুটবল খেলতে উৎসাহ দিয়ে গিয়েছেন। তিনি নিজেও ফুটবলার ছিলেন। আনসুর দুই দাদা বারিমা ও মিগুয়েলকে স্থানীয় ক্লাব এরেরা এফসি-তে ভর্তি করে দিয়েছিলেন ফরি। কয়েক বছর পরে আনসুর ফুটবল জীবনও শুরু একই ক্লাব থেকেই। মেসির মতো তাঁরও উঠে আসার নেপথ্যেও লা মাসিয়া।

আর্জেন্টিনা অধিনায়ক ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন লা মাসিয়ায়। আনসুর শুরু দশ বছর বয়স থেকে। আদর্শ মেসির মতোই উল্কার গতিতে উঠে এসেছেন তিনি। ২০১৯-২০ মরসুমে সিনিয়র দলে খেলার জন্য আনসুকে তিন বছরের চুক্তিতে সই করান বার্সা কর্তারা। লা লিগায় সিনিয়র দলের হয়ে অভিষেক হয় রিয়াল বেতিসের বিরুদ্ধে। ঘরের মাঠে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ভাঙেন ২০০৯ সালের মার্ক মুনিয়াসার রেকর্ড।

Advertisement

রবিবার রাতে আনসু গড়লেন লা লিগায় সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজির। এত দিন এই রেকর্ড ছিল মালাগার খুয়ানমি খিমেনেসের দখলে। ১৭ বছর ১১৫ দিনে তিনি জোড়া গোল করেছিলেন রিয়াল জ়ারাগোসার বিরুদ্ধে। আনসু লা লিগায় তাঁর প্রথম দু’টি গোল করলেন ১৭ বছর ৯৪ দিনে। বার্সার নতুন তারকার দু’টি গোলের নেপথ্যেই মেসি। আর্জেন্টিনা অধিনায়কের দুরন্ত পাস থেকে আনসু প্রথম গোল করেন ম্যাচের ৩০ মিনিটে। এক মিনিটের মধ্যেই ফের মেসির পাস থেকে দ্বিতীয় গোল। সংযুক্ত সময়ে রুবেন রোচিনা ব্যবধান কমালেও লেভন্তের হার বাঁচাতে পারেননি। এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সা। সমসংখ্যক ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। আনসুর কীর্তি গড়ার দিনেই ওসুমানে দেম্বেলেকে নিয়ে অস্বস্তি বাড়ছে বার্সার। দীর্ঘ দিন পরে মাঠে ফিরেছিলেন। কিন্তু ফের চোট পেয়ে অনুশীলন ছেড়ে বেরিয়ে যান দেম্বেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement