নর্তিয়েকে অভিনন্দন সতীর্থদের। ছবি টুইটার থেকে নেওয়া।
জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা।
অ্যানরিখ নর্তিয়ের ৫৬ রানে ৬ উইকেটের দাপটে প্রথমে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৭ রানে। এটাই নর্তিয়ের কেরিয়ারের সেরা বোলিং। জবাবে দিনের শেষে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছে ১৪৮। ডিন এলগার অপরাজিত রয়েছেন ৯২ রানে। মাত্র ৯ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ৭১ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর ধ্বস নামে ইনিংসে। ওপেনার কুসল পেরেরা (৬০) ফেরার পর শ্রীলঙ্কা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মাত্র ৪০.৩ ওভারে শেষ হয় ইনিংস। নর্তিয়ের সামনে কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ৩ উইকেট নেন মুলদার।
আরও পড়ুন: সাইনাদের রওনা, লন্ডন থেকে তাইল্যান্ডে আসছেন সিন্ধুও
আরও পড়ুন: নর্থ ইস্টকে ২-০ হারিয়ে শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান
জবাবে আইদেন মারক্রামকে (৫) দ্রুত হারালেও অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১১৪ রান যোগ করেছেন ডিন এলগার ও রাসি ভ্যান ডার দুসেন। এলগারের ইনিংসে রয়েছে ১৬টি চার। ৪০ রানে অপরাজিত রয়েছেন দুসেন।