MS Dhoni

ধোনিকে দেখে দক্ষিণ আফ্রিকার ষোড়শের মনে হয়েছিল, এ আদৌ ব্যাট করতে পারে?

দক্ষিণ আফ্রিকার পেসার এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১১:০৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র

আনরিখ নোখিয়ের বয়স তখন ১৬ বছর। নেটে বল করছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। কিশোর নোখিয়ের মনে হয়েছিল ব্যাট করতেই পারেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক। দক্ষিণ আফ্রিকায় টি২০ চ্যাম্পিয়ন্স লিগ লিগ খেলতে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই সময় তাঁকে বল করেন নোখিয়ে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার পেসার এখন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। তিনি বলেন, “ছোট ছিলাম, কাউকে ভয় পেতাম না। বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলতাম। সেই রকম জোর ছিল না বলে। মনে পড়ে সেই সময় ধোনিকে বল করার সুযোগ পেয়েছিলাম। মিথ্যে বলব না। ও ব্যাট করতে পারে বলে মনেই হয়নি। বুঝতে পারেনি কাকে বল করছি। পায়ের কোনও নড়াচড়া ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়েই দুটো বল বাইরে পাঠিয়ে দিল। সবার সঙ্গে খুব ভাল ব্যবহার করত ও।”

সে বারের টি২০ চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিয়েছিল চেন্নাই। ৫ ইনিংসে ৯১ রান করেন ধোনি। ৩টে ইনিংসে অপরাজিত ছিলেন তিনি। সর্বোচ্চ ছিল অপরাজিত ৩১ রান। দিল্লির হয়ে ২০২০ সালের আইপিএল-এ ২২টি উইকেট নেন নোখিয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement