প্রথম ম্যাচ জেতার পর দক্ষিণ আফ্রিকার মহিলা দল। ছবি - টুইটার
একদিনের সিরিজে ৪-১ ব্যবাধানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল মিতালি রাজের ভারত। এ বার প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও হারল স্মৃতি মান্ধানার প্রমীলা বাহিনী। এই ম্যাচে ৮ উইকেটে হারল ভারতের মহিলা দল। এখনও সিরিজের দুটো ম্যাচ বাকি। বঙ্গ তনয়া রিচা ঘোষ এই ম্যাচে খেললেও দাগ কাটতে পারেননি।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩০ রান তোলে ভারত। বিশেষ কারণে হরমনপ্রীত কৌর ম্যাচটা খেলেননি। ভারতের হয়ে সর্বাধিক ৫২ রান করেন হরলিন দেওল। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। আনিকি বস্ক ৬৬ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সুনে লুস ৪৩ রান করেন।