অঙ্কিতা রায়না। ফাইল ছবি
স্পেনে প্রতিযোগিতা খেলতে নিভৃতবাসে কাটিয়েছেন। একাধিক করোনা পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছে। তা সত্ত্বেও প্রতিযোগিতায় নামতে দেওয়া হল না অঙ্কিতা রায়নাকে। ভারতের এই টেনিস খেলোয়াড় অবশ্য সময় নষ্ট করেননি। ছোট ছোট ছেলেমেয়েদের অনলাইনে শিক্ষা দিয়েছেন।
অঙ্কিতা এক ওয়েবসাইটে বলেছেন, “স্পেনে আসার আগে সব নিয়ম দেখে নিয়েছিলাম ওদের ওয়েবসাইটে। বলা হয়েছিল ১০ দিন নিভৃতবাসে থাকতে হবে। তবে সপ্তম দিনের মাথায় কোভিড পরীক্ষা যদি নেগেটিভ আসে তাহলে বাইরে বেরোতে বাধা নেই। এখানে এসে শুনছি ১০ দিন না হলে বেরোতে দেওয়া হবে না। তাই প্রতিযোগিতায় আমার খেলাও হল না।”
এই অতিমারির সময়ে খুদে খেলোয়াড়রা সমস্যায় পড়েছেন। স্পেনে আটকে থেকেও তাদের সাহায্যে করেছেন অঙ্কিতা। মানসিক ভাবে চাঙ্গা থাকতে যেমন যোগা এবং ধ্যান করার পরামর্শ দিয়েছেন, তেমনই নিজের জীবনের বিভিন্ন বাধা-বিপত্তি এবং তা কাটিয়ে সাফল্যের মুখ দেখার ঘটনাও ভাগ করে নিয়েছেন।