Anjum Moudgil

ভারত ছেড়ে ক্রোয়েশিয়ায় প্রস্তুতি অঞ্জুমদের

এপ্রিল মাসেই জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রনায়কের বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, করোনার সংক্রমণকে এড়িয়ে অলিম্পিক্সকে সুরক্ষিত রাখতে ত্রুটি রাখছেন না তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২১ ০৫:৪৯
Share:

n নজরে: ক্রোয়েশিয়ায় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত সাইয়ের। সমর্থন অঞ্জুমের।

বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের মাঝেও টোকিয়ো অলিম্পিক্স নিয়ে আশাবাদী আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্তারা। শনিবারেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট জন কোটস জানিয়ে দিলেন করোনা সংক্রমণের ঝুঁকি থাকলেও টোকিয়ো অলিম্পিক্স কেউ বন্ধ করতে পারবে না।

Advertisement

তাঁর কাছে সংবাদ সংস্থার তরফে জানতে চাওয়া হয়েছিল, অলিম্পিক্স বাতিল হতে পারে কি না? যার উত্তরে কোটস বলেন, ‍‘‍‘এ রকম কোনও সম্ভাবনাই নেই। জাপানের প্রধানমন্ত্রী দু’-তিন সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ঠিক এই কথাই বলেছেন, তিনি আমাদেরও একই মত জানিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে হাতে হাত মিলিয়ে অলিম্পিক্সকে সুরক্ষিত রাখার যাবতীয় বন্দোবস্ত করছি আমরা।’’

উল্লেখ্য, এপ্রিল মাসেই জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রনায়কের বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, করোনার সংক্রমণকে এড়িয়ে অলিম্পিক্সকে সুরক্ষিত রাখতে ত্রুটি রাখছেন না তাঁরা। এ দিন সেই সুরেই কোটস সিডনিতে বলেন, ‍‘‍‘গত বছরের শুরুতেই কোন কোন পরিস্থিতি বিপদ ডেকে আনতে পারে, তা চিহ্নিত করে সমাধানসূত্র বার করেছি আমরা। যা নিয়ে কাজ হয়েছে গত বছরের শেষ ছয় মাস। তখন প্রতিষেধক আসেনি। তাই তা বাদ দিয়েই সুরক্ষা পদ্ধতি সাজিয়েছিলাম। এ বার প্রতিষেধক চলে আসায় কাজটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে।’’ যোগ করেছেন, ‍‘‍‘অলিম্পিক্সে আগত অ্যাথলিট ও জাপানের মানুষকে সুরক্ষিত রাখাই আমাদের প্রধান কাজ। এ ছাড়াও অংশগ্রহণকারী ও কর্তাদের সবাইকে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা হয়েছে। যা একটা দুর্দান্ত পরিকল্পনা।’’

Advertisement

এ দিকে টোকিয়ো অলিম্পিক্সগামী ভারতের শুটারদের প্রস্তুতি ও প্রতিযোগিতার জন্য তাঁদের ক্রোয়েশিয়ায় পাঠাচ্ছে সাই। শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জন্য সাইয়ের খরচ হবে তিন কোটি টাকা। ১১ মে বিশেষ বিমানে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে উড়ে যাবেন ১৫ সদস্যের ভারতীয় শুটিং দল। যাঁরা এ বার অলিম্পিক্সে অংশ নেবেন। ক্রোয়েশিয়াতেই ২০ মে থেকে ৬ জুন প্রতিযোগিতায় অংশ নেবেন তাঁরা। তার পরে ভারতীয় শুটারেরা অংশ নেবেন আইএসএসএফ শুটিং বিশ্বকাপে। ২২ জুন থেকে ৩ জুলাই যা অনুষ্ঠিত হবে ক্রোয়েশিয়াতেই। এর আগে এই বিশ্বকাপ বাকুতে হওয়ার কথা ছিল ২১ জুন থেকে ২ জুলাই। কিন্তু সে দেশে করোনা সংক্রমণের জন্য প্রতিযোগিতা সরে এসেছে ক্রোয়েশিয়াতে। সেখানে দুই প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পরে ভারতীয় শুটারেরা সেখান থেকে সরাসরি উড়ে যাবেন টোকিয়োতে। যা শুরু হবে ২৩ জুলাই। জানা গিয়েছে, ক্রোয়েশিয়া যাওয়ার পরে সাত দিনের নিভৃতবাসে থাকতে হবে ভারতীয়
শুটিং দলকে।

সাইয়ের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন ভারতীয় রাইফেল শুটার অঞ্জুম মুদগিল। তাঁর মতে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরে ভারতের যা পরিস্থিতি, তাতে এখানে প্রস্তুতি নিরাপদ নয়। এ দিন সাই আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‍‘‍‘এই মুহূর্তে ক্রোয়েশিয়ার অবস্থা ভারতের চেয়ে ভাল। গোটা দল এক সঙ্গে থাকায় এতে আত্মবিশ্বাসও বাড়বে। তিন মাস এ ভাবে বাড়ির বাইরে থাকায় মনে হয় না কোনও সমস্যা হবে।’’ যোগ করেছেন, ‍‘‍‘সাই শুটারদের সুরক্ষার জন্য ক্রোয়েশিয়াতেই জৈব সুরক্ষা বলয় তৈরি করে দেবে। এমনকি দিল্লি থেকে শুটারদের ক্রোয়েশিয়া নিয়ে যাওয়া হবে বিশেষ উড়ানে।’’

অলিম্পিক্সে অঞ্জুম মুদগিল ৫০মিটার রাইফেল থ্রি পজিসন ও ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে নামবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement