Anju Bobby George

কিডনির অসুখ নিয়ে অদম্য অঞ্জু

টুইটারে ২০০৫ বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালসের সোনাজয়ী বলেছেন, তাঁর সামনে অনেক বাধা ছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ০৪:৩২
Share:

হার-না-মানা: গুরুতর অসুস্থতা নিয়েও সফল হন অঞ্জু। ফাইল চিত্র

চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রাক্তন ভারতীয় অ্যাথলিট অঞ্জু ববি জর্জ। অলিম্পিয়ান এবং ২০০৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে ঐতিহাসিক ব্রোঞ্জ জয়ী অঞ্জু জানিয়েছেন, একটি কিডনি নিয়েই অ্যাথলেটিক্সে সেরাদের সঙ্গে লড়াই করে গিয়েছেন তিনি।

Advertisement

টুইটারে ২০০৫ বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালসের সোনাজয়ী বলেছেন, তাঁর সামনে অনেক বাধা ছিল। যার মধ্যে একটা ছিল, ব্যাথা কমানোর ওষুধ খাওয়ায় সমস্যা হওয়া। তবু তিনি নিজের লক্ষ্য থেকে সরে আসেননি। ‘‘বিশ্বাস করুন বা না করুন, আমি একটা কিডনি নিয়েই বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে সফল হয়েছি। ব্যাথা কমনোর ওষুধ খেলেও আমার অ্যালার্জি হওয়ার সমস্যা রয়েছে, এত বাধা সত্ত্বেও হাল ছাড়িনি। একে কি কোচের জাদু বলব না তার প্রতিভার?’’ টুইট করেন অঞ্জু। কোচ ও স্বামী রবার্ট ববি জর্জের অধীনেই অঞ্জুর খেলোয়াড়জীবনে সাফল্য আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement