নিখুঁত শুরু অনির্বাণের

নিজেই মানছেন, গত ক’মাস পিজিএ ট্যুরে তাঁর পারফরম্যান্স হয়েছে ‘‘মাঝারি মানের’’। তবে উত্তর ক্যারোলাইনার কোর্সে ওয়েলস ফার্গো চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডে যে ভাবে খেললেন তাতে সন্তুষ্ট অনির্বাণ লাহিড়ী।

Advertisement
শেষ আপডেট: ০৭ মে ২০১৬ ০৩:২৫
Share:

নিজেই মানছেন, গত ক’মাস পিজিএ ট্যুরে তাঁর পারফরম্যান্স হয়েছে ‘‘মাঝারি মানের’’। তবে উত্তর ক্যারোলাইনার কোর্সে ওয়েলস ফার্গো চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডে যে ভাবে খেললেন তাতে সন্তুষ্ট অনির্বাণ লাহিড়ী। হাড় কাঁপানো ঠান্ডা, বৃষ্টি আর হাওয়া সত্ত্বেও বোগি বিহীন ছয়-আন্ডার ৬৬ স্কোর করলেন। যার জোরে দিনের শেষে তিনি তৃতীয় স্থানে, যুগ্ম নেতাদের থেকে এক শটে পিছিয়ে। ‘‘বোগি ছাড়া রাউন্ড সব সময় দুর্দান্ত। তবে আরও ধারাবাহিক হতে হবে,’’ বলেছেন অনির্বাণ। ফ্লোরিডার পাম বিচের নতুন বাসিন্দা আরও বলছেন, কোচ বিজয় দ্বিবেচার সঙ্গে খাটনিটার সুফল পেতে শুরু করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement