ধোনির রাজকীয় বিদায় চান কুম্বলে

এমন প্রশ্নে প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলের জবাব, ‘‘আমি ঠিক বুঝতে পারছি না। তবে অবশ্যই পন্থ (ঋষভ) কিপার-ব্যাটসম্যান হিসেবে দাবি জোরদার করেছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৩
Share:

দ্বিধা: টেস্টে ওপেনার রোহিতে আস্থা নেই কুম্বলের। ফাইল চিত্র

মহেন্দ্র সিংহ ধোনির কি এখনই অবসর নেওয়া উচিত?

Advertisement

এমন প্রশ্নে প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলের জবাব, ‘‘আমি ঠিক বুঝতে পারছি না। তবে অবশ্যই পন্থ (ঋষভ) কিপার-ব্যাটসম্যান হিসেবে দাবি জোরদার করেছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে। তবে এটা নিয়ে কথা বলে নেওয়া উচিত। ধোনির বিদায়ও রাজকীয় করা দরকার। সেটা ওর প্রাপ্য।’’

ধোনির অবসর প্রসঙ্গে ঋষভের প্রশংসা করলেও কুম্বলে কিন্তু বলেছেন, ‘‘পন্থের খেলায় ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। এটা নিয়েও নির্বাচকদের কথা বলতে হবে। আসলে পুরো বিষয়টাই আলোচনা সাপেক্ষ। পন্থ বা অন্য কাউকে পৃষ্ঠপোষকতা করা হবে, নাকি পিছনের দিকে তাকানো হবে সেটা নিয়ে সবার আগে কথা বলা দরকার। যা করার নির্বাচকদেরই করতে হবে।’’

Advertisement

প্রাক্তন এই লেগস্পিনারের আরও কথা, ‘‘দলের ভালর জন্য নির্বাচকদের একসঙ্গে কথা বলতে হবে। ওদের পরিকল্পনা কী সেটা জানা গুরুত্বপূর্ণ। যদি ওঁরা টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে ভেবে থাকে তা হলে এখন থেকে সব ম্যাচে খেলানো উচিত।’’

কুম্বলেকে প্রশ্ন করা হয়েছিল, রোহিত শর্মাকে ওপেনার হিসেবে খেলানো উচিত কি না। এক্ষেত্রেও জবাব, ‘‘আমি নিশ্চিত নই। তবু মনে হয়, উপায় না থাকলে ওকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে দেওয়া ঠিক হবে না। ঘরোয়া ক্রিকেটে ওপেনার হিসেবে সফল কাউকে দেখা যেতে পারে। নিঃসন্দেহে রোহিত অসাধারণ ক্রিকেটার। ওর রিজার্ভ বেঞ্চে থাকার কথা নয়।’’ উল্টে কুম্বলে নিজেই প্রশ্ন তোলেন, ‘‘আপনারাই বলুন, রোহিতকে উপরের দিকে তোলা উচিত কি না।’’ সঙ্গে কুম্বলে আর অশ্বিনকে টেস্ট দলের প্রথম এগারোয় রাখার পক্ষে মত দিয়েছেন। ‘‘মনে রাখবেন এখনও ও-ই আমাদের সেরা স্পিনার। এটা ঘটনা, চোট নিয়ে ও ভুগেছে। তার পরেও বলব ওর প্রথম দলে থাকা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement