মরসুমের শুরু থেকেই তাঁর ফিটনেস এবং ফর্ম নিয়ে সমালোচনা চলছিল। কিন্তু তা সত্ত্বেও আই লিগে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন র্যান্টি মার্টিন্স। তবে আগামী মরসুমের জন্য ফুটবলার বাছতে গিয়ে লাল-হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যান যে তালিকা তৈরি করেছেন তাতে নাকি র্যান্টি মার্টিন্সের নাম নেই এ রকম গুঞ্জন গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল ময়দানে। অবশেষে সেই গুঞ্জনে জল ঢেলে দিলেন র্যান্টি নিজেই। বৃহস্পতিবারই এই নাইজিরিয়ান স্ট্রাইকার সরকারি ভাবে জানিয়ে দিলেন ক্লাব ছাড়ছেন তিনি। ক্লাবের প্রতি বিষোদগার করে র্যান্টি বলেন, ‘‘ড্রেসিংরুমের পরিবেশ সমস্যাবহুল ছিল। কিন্তু তা সত্ত্বেও নিজের পারফরম্যান্সে কোনও প্রভাব পড়তে দিইনি।’’ যদিও র্যান্টির এই মন্তব্যকে পাত্তা দিতে নারাজ ক্লাব। ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ‘‘র্যান্টি ক্লাব ছাড়ল কোথায়? ইস্টবেঙ্গলই ওকে রাখেনি। ড্রেসিংরুমের পরিবেশ তো সমস্যাবহুল করেছিল ওরাই।’’