এএসআই রাজীব কুমার। —ছবি: সংগৃহীত।
দুষ্কৃতী ধরতে গিয়ে বিহারে গ্রামবাসীদের হামলায় মৃত্যু হল এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের (এএসআই)। মৃতের নাম রাজীব কুমার। অনেক দিন ধরেই এক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে তারা খবর পায়, ওই দুষ্কৃতী লক্ষ্মীপুর গ্রামে আশ্রয় নিয়েছে। সেই খবর পাওয়ামাত্রই এএসআই রাজীবের নেতৃত্বে ফুলকাহা থানা থেকে পুলিশের একটি দল ওই গ্রামে তল্লাশি অভিযানে যায়।
গ্রামে তল্লাশি চালাতে পুলিশ আসছে, এই খবর চাউর হতেই গ্রামবাসীরা পথ অবরোধ করেন। পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। সেই বাধা সরিয়ে পুলিশবাহিনী গ্রামে ঢুকে দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল। অভিযোগ, আচমকাই একদল গ্রামবাসী পুলিশের দলটিকে ঘিরে ধরেন। তার পর লাঠি, ইট নিয়ে হামলা চালান বলে অভিযোগ। তার মধ্যেই গ্রামবাসীদের কয়েক জন এএসআই রাজীবকে একা পেয়ে বেধড়ক মারধর করেন। রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
পুলিশের হাত থেকে দুষ্কৃতীকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের হামলার মুখে পড়ে শেষমেশ গ্রাম ছাড়তে বাধ্য হন পুলিশকর্মীরা। এএসআই রাজীবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। রাজ্য পুলিশের ডিজি বিনয় কুমার জানিয়েছেন, এক দুষ্কৃতীকে গ্রেফতার করতেই গ্রামবাসীরা হামলা চালান। সেই সময় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে চোট পান এএসআই। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।