অমিত সহজেই শেষ ষোলোয়

চিনা তাইপেইয়ের বক্সার এ দিন আগ্রাসী অমিতকে এড়াতে নেতিবাচক ভূমিকা নেন শুরু থেকেই। যত বার ভারতীয় তারকা বক্সার লড়তে আসছিলেন, তত বার পো-ওয়াই দূরে-দূরে সরে যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫২
Share:

আর দু’টি লড়াই জিতলে অমিতের বিশ্বমঞ্চে পদক নিশ্চিত হবে।

বিশ্বচ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে একধাপ এগোলেন এশীয় চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার অমিত পাঙ্ঘাল। রাশিয়ার একতারিনবার্গে শনিবার তিনি প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন চিনা তাইপেইয়ের বক্সার তু পো-ওয়েইকে ৫-০ ফলে হারিয়ে। এশিয়ান গেমসে সোনাজয়ী ২৩ বছরের অমিত জিতলেন সহজেই। প্রথম রাউন্ডে অবশ্য তিনি ওয়াকওভার পান। এখানে আর দু’টি লড়াই জিতলে অমিতের বিশ্বমঞ্চে পদক নিশ্চিত হবে।

Advertisement

চিনা তাইপেইয়ের বক্সার এ দিন আগ্রাসী অমিতকে এড়াতে নেতিবাচক ভূমিকা নেন শুরু থেকেই। যত বার ভারতীয় তারকা বক্সার লড়তে আসছিলেন, তত বার পো-ওয়াই দূরে-দূরে সরে যাচ্ছিলেন। রেফারি এক সময় অমিতের প্রতিদ্বন্দ্বীকে সতর্ক করতে বাধ্য হন। এই ভারতীয় তারকা হামবুর্গে গত বারের বিশ্বচ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে হেরে যান। সে বার (২০১৭) অবশ্য হারেন খেতাবধারী বালাবয় বুসমাতভের কাছে। অমিত আগে লড়তেন ৪৯ কেজিতে। এখন নামছেন ৫২ কেজি বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement