Cricket

বল করা কাকে কঠিন? তালিকায় কোহালিকে রাখলেন না আমির

বাইশ গজে আমিরের সঙ্গে কোহালির ব্যাট-বলের লড়াই নিয়ে বহু আলোচনা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২০ ১৬:৩০
Share:

স্মরণীয় ক্রিকেট যুদ্ধের জন্ম দিয়েছেন কোহালি ও আমির। —ফাইল চিত্র।

কাকে বল করতে গিয়ে বেগ পেতে হয়েছে? ইনস্টাগ্রামে লাইভ চ্যাটের সময়ে পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমিরকে এই প্রশ্নটাই করা হয়েছিল। জবাবে বাঁ হাতি পাক পেসার কঠিন ব্যাটসম্যানদের নাম বললেও সেই তালিকায় বিরাট কোহালির নাম রাখেননি।

Advertisement

ইদানীং কালের যে কোনও বোলারকে একই প্রশ্ন করা হলে, অবধারিত ভাবে কোহালির নাম নেবেন। বাইশ গজে আমিরের সঙ্গে কোহালির ব্যাট-বলের লড়াই নিয়ে বহু আলোচনাও হয়েছে। সেই আমির কোহালির বদলে কাদের রাখলেন?

আমির বলেছেন, ‘‘আগের ব্যাটসম্যানদের মধ্যে আমি জোনাথন ট্রটকে রাখব। আর এখনকার ব্যাটসম্যানদের মধ্যে স্টিভ স্মিথকে বল করা কঠিন। কারণ স্মিথের টেকনিক বেশ ভাল।’’ স্মিথকে রাখলেও কোহালি বাদ।

Advertisement

আরও পড়ুন: ‘পাকিস্তানের বিরুদ্ধে করো, আমাদের সঙ্গে নয়’, ভারতীয় ওপেনারকে ব্রেট লি-র বার্তা

ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে আমির তাঁর পছন্দের ব্যাটসম্যান বেছে নিয়েছেন। সেই তালিকায় অবশ্য তিনি ভারত অধিনায়ককে রেখেছেন। আমির বলেছেন, ‘‘সইদ আনোয়ার আমার খুব পছন্দের ব্যাটসম্যান। আর এখনকার সময়ে বিরাট কোহালি সবার থেকে এগিয়ে। ওর সঙ্গে কোনও তুলনাই হয় না বাকিদের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement