American Football

প্রতিপক্ষকে বিশাল ব্যবধানে হারানোর শাস্তি, এক ম্যাচ সাসপেন্ড ফুটবল দলের কোচ

বিপক্ষ দলকে ওই ব্যবধানে হারানোর জন্য না কি ভঙ্গ হয়েছে ‘লপসাইডেড স্পোর্টস পলিসি’।

Advertisement

সংবাদ সংস্থা

নিউইয়র্ক শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৪:৫৯
Share:

সাসপেন্ড হওয়া কোচ রব শাভের। ছবি টুইটার থেকে সংগৃহীত।

হাইস্কুলের আমেরিকান ফুটবল দলের কোচ তিনি। সম্প্রতি তাঁর দল বিপুল ব্যবধানে পরাজিত করেছে বিপক্ষকে। বিপক্ষ দলকে ওই ব্যবধানে হারানোর জন্য না কি ভঙ্গ হয়েছে ‘লপসাইডেড স্পোর্টস পলিসি’। সেই কারণেই তাঁকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সম্প্রতি এই ঘটনা ঘটেছে প্লেইনেজ হাইস্কুলের আমেরিকান ফুটবল দলের প্রধান কোচ রব শাভেরের সঙ্গে। গত ২৫ অক্টোবরের সেই ম্যাচে প্লেইনেজ হাইস্কুলের প্রতিপক্ষ ছিল সাউথ শোর। রবের দল সে দিন ৬১-১৩ ব্যবধানে হারিয়ে দেয় সাউথ শোরকে।

‘লপসাইডেড স্পোর্টস পলিসি’ অনুযায়ী সে দেশের স্কুল প্রতিযোগিতায় ৪২ পয়েন্টের বেশি ব্যবধানে কোনও দলকে হারালে জয়ী দলের কোচকে সেই জয়ের ব্যাখ্যা দিতে হয়। সে দিন রবের দল জিতেছিল ৪৮ পয়েন্টের ব্যবধানে। সে জন্যই তাঁকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, রব শাভেরই প্রথম কোচ যাঁকে এই অপ্রচলিত নিয়মে শাস্তি পেতে হল।

Advertisement

আরও পড়ুন: ছ’ফুটের স্পার্ম ডোনারের থেকে বামন সন্তান! আদালতের দ্বারস্থ মা

আরও পড়ুন: ৪০ কাপ চা খেতেন রোজ! মৃত্যুর পর অভিনব শেষযাত্রা পেলেন ইনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement