Virat Kohli

কোহালিতে ভিভের ছায়া দেখলেন মোহিন্দর

জেমিসনের প্রশংসায় সচিন: ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠার দাবিদার নিউজ়িল্যান্ডের কাইল জেমিসন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ০৫:৪৬
Share:

ফাইল চিত্র।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত হারলেও প্রাক্তন ক্রিকেটার মোহিন্দর অমরনাথ মনে করেন, বিরাট কোহালি খুবই ভাল নেতৃত্ব দিয়েছেন দলকে। আগামী দিনেও যেন তিনিই অধিনায়কের পদে থাকেন। অমরনাথ মনে করেন, প্রত্যেক প্রজন্মে বিরাটের মতো একজনই ক্রিকেটার তৈরি হয়। রিকি পন্টিং ও ভিভ রিচার্ডসের ছায়া তিনি দেখতে পান ভারতীয় অধিনায়কের মধ্যে।

Advertisement

শনিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অমরনাথ বলেছেন, ‘‘বিরাট অসাধারণ একজন ক্রিকেটার। অধিনায়কও খুব ভাল।’’ যোগ করেন, ‘‘আমরা অতিরিক্ত কিছু প্রত্যাশা করি। তখন সেই আশা পূরণ না হলে কারও না কারও উপরে দোষারোপ করতে শুরু করি।’’ তার পরেই অমরনাথ বলে দিলেন, ‘‘বিরাটের মধ্যে রিকি পন্টিং এবং ভিভ রিচার্ডসের ছায়া দেখতে পাই। তা হলে ধরে নিন, কত বড় ব্যাটসম্যান ও। অভিজ্ঞতার সঙ্গে আরও উন্নতি করে চলেছে। এই মুহূর্তে বিরাটের মতো
অধিনায়ক দরকার ভারতের।’’

জেমিসনের প্রশংসায় সচিন: ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠার দাবিদার নিউজ়িল্যান্ডের কাইল জেমিসন। মনে করেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তিনি ৬১ রান দিয়ে পেয়েছেন সাতটি উইকেট। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। শনিবার ইউটিউবে সচিন বলেছেন, ‘‘কাইল জেমিসন খুবই ভাল একজন অলরাউন্ডার। এ ভাবে খেলতে থাকলে ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠবে ও।’’ যোগ করেন, ‘‘গত বছর নিউজ়িল্যান্ডে আমি যখন ওকে দেখেছিলাম, তখনই ভাল লেগে গিয়েছিল। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement