Vijay Shankar

বিয়ে করছেন বিজয় শঙ্কর, বাগদানের ছবিতে শুভেচ্ছার বন্যা

ইনস্টাগ্রামে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন ভারতের অলরাউন্ডার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ১২:১৩
Share:

বৈশালীর সঙ্গে বিজয় শঙ্কর। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বাগদান হল অলরাউন্ডার বিজয় শঙ্করের। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তা জানালেন তিনি।

Advertisement

ইনস্টাগ্রামে বান্ধবী বৈশালী বিশ্বেশ্বরণের সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন ভারতের অলরাউন্ডার। ক্যাপশনে দিয়েছেন শুধু আংটির ইমোজি। যাতে দেখা যাচ্ছে বৈশালীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এই পোস্টের পরই বিজয় ভেসে গিয়েছেন অভিনন্দনে। ইংল্যান্ড বিশ্বকাপের ক্রিকেটারকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সতীর্থরা।

লোকেশ রাহুল, যুজভেন্দ্র চহাল, শ্রেয়াস আইয়ার মন্তব্য করেছেন ওই পোস্টে। অভিনন্দন জানিয়েছেন করুণ নায়ার, অভিনব মুকুন্দ, জয়ন্ত যাদবরাও।

Advertisement

আরও পড়ুন: ধোনিকে আবেগভরা চিঠি মোদীর, পাল্টা ধন্যবাদ মাহিরও

আরও পড়ুন: আমাদের একটা ধোনি চাই, বলছেন আকমল

২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল বিজয় শঙ্করের। এক বছর পর মেলবোর্নে ওয়ানডে ফরম্যাটে অভিষেক ঘটে তাঁর। এখনও পর্যন্ত ১২ ওয়ানডে ও নয় টি-টোয়েন্টিতে খেলেছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার। এক দিনের ম্যাচে তিনি করেছেন ২২৩ রান, নিয়েছেন চার উইকেট। টি-টোয়েন্টিতে তিনি করেছেন ১০১ রান, নিয়েছেন পাঁচ উইকেট। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি।

💍 __

(_)

💍 __

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement