মেলবোর্নের মাঠে ভারতীয় দল। ছবি: সোশ্যাল মিডিয়া
মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর ফলে অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভারতীয় দলের প্রত্যেক সদস্য একটি কীর্তি স্থাপন করলেন।
ভারতীয় দলের ১১ জন ক্রিকেটারই বিদেশের মাটিতে রান তাড়া করে এই প্রথম জয়ের স্বাদ পেলেন। ভারত বিদেশের মাটিতে শেষবার রান তাড়া করে জিতেছিল ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয়। অর্থাৎ ১০ বছর পরে বিদেশের মাটিতে রান তাড়া করে জিতল ভারতীয় ক্রিকেট দল। এই ভারতীয় দলে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা ছাড়া আর কারও ২০১০ সালে টেস্ট অভিষেকই হয়নি।
এই টেস্ট ছাড়া গত দশ বছরে ভারত বিদেশের মাঠে রান তাড়া করতে নেমে ১৪টি টেস্ট হেরেছে, ৫টি ড্র করেছে। ১৭ বছর পরে অস্ট্রেলিয়ার মাটিতে রান তাড়া করে জিতল ভারত। ২০০৩ সালে অ্যাডিলেড টেস্টে রান তাড়া করে জিতেছিল ভারত। সেটাই ছিল শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রান তাড়া করে সাফল্য।
মেলবোর্নেও কোনও বিদেশি দল শেষবার রান তাড়া করে জিতেছিল ২০০৮ সালে। সেবার দক্ষিণ আফ্রিকা এই কীর্তি গড়েছিল।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার হারে দলের প্রতি অসন্তুষ্ট টিম পেন
আরও পড়ুন: অধিনায়ক রাহানের প্রথম ৩ টেস্ট জয়, সামনে শুধু ধোনি