প্রতীকী ছবি।
বিপ্নেশ ভরদ্বাজকে অন্তর্বর্তীকালীন সচিব হিসাবে নিয়োগ করল সর্ব ভারতীয় দাবা ফেডারেশন। ভরত সিংহ চৌহানকে অপসারণের নির্দেশ দিল্লি হাই কোর্ট বহাল রাখায় এই সিদ্ধান্ত নিল সর্ব ভারতীয় দাবা ফেডারেশন।
সংস্থার সভাপতি সঞ্জয় কপূর বলেছেন, ‘‘দিল্লি হাই কোর্টের নির্দেশের প্রেক্ষিতেই ভরদ্বাজকে আমরা অন্তর্বর্তীকালীন সচিব হিসাবে নিয়োগ করেছি। পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’ উল্লেখ্য, গত ২ জুন দিল্লি হাই কোর্ট ভরতকে অপসারণের নির্দেশ দেয়। যদিও দাবা অলিম্পিয়াডের কথা মাথায় রেখে ১৫ অগস্ট পর্যন্ত তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
সর্বভারতীয় দাবা ফেডারেশনের নিয়ম অনুযায়ী, কোনও পদাধিকারীর মৃত্যু হলে বা তিনি ইস্তফা দিলেই শুধু তাঁর পদ খালি হতে পারে। শূন্য পদে সংস্থার সভাপতি কাউকে মনোনীত করতে পারেন। সংস্থার পরবর্তী সাধারণ সভার বৈঠক না হওয়া পর্যন্ত মনোনীত ব্যক্তি কাজ চালিয়ে যেতে পারেন।
ভরতের নির্বাচন জাতীয় ক্রীড়া উন্নয়ন নীতি মেনে না হওয়ার অভিযোগে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন আরএন ডাংরে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে ডাংরেকে পরাজিত করেই ভরত সর্ব ভারতীয় দাবা ফেডারেশনের সচিব নির্বাচিত হন।