সিন্ধুর সামনে সহজ লড়াই, সাইনার কঠিন চ্যালেঞ্জ। ফাইল ছবি
অল ইংল্যান্ড ওপেনে সহজ ড্র পেলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। প্রথম রাউন্ডে মালয়েশিয়ার অখ্যাত সোনিয়া চিয়ার বিরুদ্ধে খেলবেন তিনি। তবে কঠিন ড্রয়ের সামনে সাইনা নেহওয়াল এবং পারুপল্লি কাশ্যপ। অল ইংল্যান্ড ওপেনে র্যাঙ্কিং পয়েন্ট থাকায় অলিম্পিক্সের যোগ্যতা অর্জনে তা অনেকটাই কাজে লাগবে।
কোয়ার্টার ফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হতে পারেন সিন্ধু। সেমিফাইনালে খেলতে পারেন ক্যারোলিনা মারিনের বিপক্ষে। মারিন প্রতিযোগিতার শীর্ষ বাছাই। সিন্ধু পঞ্চম বাছাই।
লন্ডন অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী সাইনা প্রথম রাউন্ডে খেলবেন ডেনমার্কের মিয়া ব্লিচফেল্টের বিরুদ্ধে। তাঁর স্বামী তথা কমনওয়েলথ গেমসে প্রাক্তন সোনাজয়ী কাশ্যপ প্রথম রাউন্ডেই পুরুষদের শীর্ষ বাছাই জাপানের কেন্টো মোমোতার মুখোমুখি।
কিদম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডে ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোর সামনে। বি সাই প্রণীত খেলবেন ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের বিরুদ্ধে। আগামী ১৭-২১ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যামে হবে এই প্রতিযোগিতা।