French Open 2024

৫ সেটের লড়াইয়ে জয় জ়েরেভের, ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে মেদভেদেভ, সাবালেঙ্কা, রিবাকিনা

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জিতলেন আলেকজ়ান্ডার জ়েরেভ, ড্যানিল মেদভেদেভ, এরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা। চতুর্থ রাউন্ডে উঠলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ০০:০৪
Share:

ম্যাচ জিততে অনেক পরিশ্রম করতে হল আলেকজ়ান্ডার জ়েরেভকে। ছবি: রয়টার্স।

লড়াই সহজ হল না আলেকজ়ান্ডার জ়েরেভের। পাঁচ সেটের ম্যাচে জিতে চতুর্থ রাউন্ডে উঠলেন জার্মানির টেনিস তারকা। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জিতলেন ড্যানিল মেদভেদেভ, এরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনা। চতুর্থ রাউন্ডে উঠলেন তাঁরা।

Advertisement

জ়েরেভের বিরুদ্ধে ম্যাচ ছিল টালন গ্রিকসপুরের। প্রথম সেটেই পুরুষদের চতুর্থ বাছাই জ়েরেভকে চমকে দেন তিনি। জিতে যান ৬-৩ গেমে। প্রথম রাউন্ডে রাফায়েল নাদালকে হারানো জ়েরেভ কিছুটা চমকালেও ঘাবড়ে যাননি। পরের দু’টি সেটেই তা দেখা যায়। দ্বিতীয় সেট থেকে নিজের ফর্ম ফিরে পান জ়েরেভ। ৬-৪ গেমে দ্বিতীয় ও ৬-২ গেমে তৃতীয় সেট জিতে যায় তিনি। কিন্তু ছাড়ার পাত্র ছিলেন না গ্রিকসপুর। চতুর্থ সেটে ফিরে আসেন তিনি। জেতেন ৬-৪ গেমে। পঞ্চম সেটে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। দুই খেলোয়াড় নিজেদের সার্ভিস ধরে রাখেন। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজের অভিজ্ঞতা কাজে লাগান জ়েরেভ। ১০-৩ পয়েন্টে টাইব্রেকার জিতে ম্যাচ জিতে নেন তিনি।

মেদভেদেভকেও চতুর্থ রাউন্ডে ওঠার লড়াইয়ে একটি সেট খোয়াতে হয়। টমাস মাচাচের বিরুদ্ধে প্রথম সেটেই চাপে পড়ে গিয়েছিলেন মেদভেদেভ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জেতেন তিনি। দ্বিতীয় সেটও ৭-৫ গেমে নিজের নামে করেন পুরুষদের পঞ্চম বাছাই মেদভেদেভ। যদিও তৃতীয় সেটে ফেরেন মাচাচ। একতরফা লড়়াইয়ে জেতেন ৬-১ গেমে। চতুর্থ সেটে অবশ্য নিজের শটে নিয়ন্ত্রণ রাখেন মেদভেদেভ। ৬-৪ গেমে সেট জিতে ম্যাচ জিতে নেন তিনি।

Advertisement

জ়েরেভ ও মেদভেদেভ সেট খোয়ালেও মহিলাদের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা ও চতুর্থ বাছাই রিবাকিনা স্ট্রেট সেটে জিতে চতুর্থ রাউন্ডে উঠেছেন। স্পেনের পাউলা বাডোসার বিরুদ্ধে প্রথম সেটে লড়তে হয় সাবালেঙ্কাকে। তিনি ৭-৫ গেমে প্রথম সেট জেতেন। দ্বিতীয় সেটে বাডোসাকে দাঁড় করিয়ে হারান সাবালেঙ্কা। ৬-১ গেমে সেট ও ম্যাচ জিতে যান তিনি।

রিবাকিনার খেলা ছিল এলিস মার্টেন্সের বিরুদ্ধে। ম্যাচ জিততে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি রিবাকিনাকে। তিনি প্রথম সেট জেতেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেট আরও সহজে ৬-২ গেমে জিতে পরের রাউন্ডে পৌঁছে যান রিবাকিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement