—ছবি পিটিআই
অস্ট্রেলিয়া জয় করে দেশে ফেরার পর অজিঙ্ক রাহানের প্রতিবেশীরা উৎসবের আয়োজন করেছিলেন। ছোটখাটো সেই উৎসবে একটি কেক আনা হয়েছিল। অজিঙ্ক রাহানেকে সেই কেক কাটতে বললে তিনি তা কাটেননি। কারণ কেকের ওপরে একটি ক্যাঙারুর প্রতিকৃতি ছিল।
মেয়ে অদিতিকে কোলে নিয়ে প্রতিবেশীদের উৎসবে সামিল হয়ে রাহানে দেখেন কেকের ওপরে ক্যাঙারু রয়েছে। তার হাতে ভারতের জাতীয় পতাকা ধরা। সামনে ব্যাট এবং বর্ডার-গাভাসকার ট্রফি নিয় রাহানের ছবি। কিন্তু রাহানে বলেন, এই কেক তাঁর পক্ষে কাটা সম্ভব নয়। কারণ এর ওপরে রয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙারু। এই কেক কাটলে অস্ট্রেলিয়াকে অসন্মান করা হবে। সেটা তিনি কিছুতেই করতে পারবেন না। পরে ওই ক্যাঙারুর প্রতিকৃতিটি সরিয়ে নেওয়া হয়। তারপর রাহানে সেই কেক কাটেন।
এবারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে নানা ভাবে হেনস্থা করা হয়। কখনও গ্যালারি থেকে মহম্মদ সিরাজের উদ্দেশে উড়ে আসে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, কখনও হোটেলের ঘরের শৌচাগার রোহিতদদের পরিষ্কার করতে হয়। কিন্তু বিরাট কোহালির অনুপস্থিতিতে শেষ তিন টেস্টে অধিনায়কত্ব করা রাহানে এরপরেও অস্ট্রেলিয়াকে যথাযোগ্য সম্মান, মর্যাদা দিলেন।