ajinkya rahane

রাহানেকে রাজকীয় অভ্যর্থনা, মেয়েকে কোলে নিয়ে বাড়ি ঢুকলেন অধিনায়ক

রাহানের বাড়িতে ঢোকার মুখে প্রচুর ভক্তের সমাগম। পুষ্পবৃষ্টি করছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৯:০৪
Share:

মেয়েকে কোলে নিয়ে রাহানে। ছবি: পিটিআই

মেয়েকে কোলে নিয়ে বাড়ি ঢুকছেন অজিঙ্ক রাহানে। পুষ্পবৃষ্টি থেকে ব্যান্ড, রাজকীয় অভ্যর্থনা পেলেন তিনি। প্রথম টেস্টের পর বিরাট কোহালির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়ে বর্ডার-গাওস্কর ট্রফি জিতে ফিরেছে ভারত। করোনার জন্য সকালে বিমানবন্দরে খুব বেশি সমর্থকের সমাগম না হলেও অধিনায়কের বাড়িতে দেখা গেল অন্য ছবি।

Advertisement

রাহানের বাড়িতে ঢোকার মুখে প্রচুর ভক্তের সমাগম। পুষ্পবৃষ্টি করছেন তাঁরা। ব্যান্ড বাজিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন রাহানেকে। আইপিএলের পর অস্ট্রেলিয়া সফর, দীর্ঘদিন ঘর-ছাড়া থাকায় মেয়েকেও অনেক দিন পরে কাছে পেয়েছেন তিনি। তাঁকে কোলে নিয়েই বাড়িতে ঢুকতে দেখা যায় রাহানেকে। ২-১ ব্যবধান অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন রাহানেরা।

মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল রাহানে, রবি শাস্ত্রী, পৃথ্বী শ-দের। দিল্লি বিমানবন্দরে দেখা যায় ঋষভ পন্থকে। অ্যাডিলেডে প্রথম টেস্টের পর দেশে ফিরে আসেন বিরাট। প্রথম একাদশের একাধিক ক্রিকেটার ছাড়াই রাহানের নেতৃত্বে সিরিজ জিতে ফিরেছে ভারত। ভক্তদের মধ্যে রাহানেকে নিয়ে দেখা গেল বাড়তি উচ্ছ্বাস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement