shooting

বিশ্বকাপে সোনা জিতে ভারতের হয়ে শুটিংয়ে নয়া নজির গড়লেন ঐশ্বর্য সিংহ তোমর

শুটিং বিশ্বকাপে ভারতের দাপট চলছেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৫:২৮
Share:

পদক গলায় ঐশ্বর্য। ছবি টুইটার

শুটিং বিশ্বকাপে ভারতের দাপট চলছেই। বুধবার নজির গড়লেন ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর। ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ইভেন্টে সোনা জিতলেন মাত্র ২০ বছর বয়সে। ভারতের হয়ে এই ইভেন্টে এর থেকে কম বয়সে কেউ সোনা জেতেননি। দুপুরের দিকে আরও ভাল ফল হল। মহিলাদের ২৫ মিটার পিস্তলে প্রথম তিন স্থানে শেষ করলেন তিন ভারতীয় শুটার।

Advertisement

বছর দুয়েক আগে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে অলিম্পিক্সের টিকিট আগেই নিশ্চিত করেছিলেন ঐশ্বর্য। এদিন শুটিং বিশ্বকাপে তাঁর পয়েন্ট ছিল ৪৬২.৫। এক পয়েন্টেরও কম ব্যবধানে তিনি হারিয়েছেন হাঙ্গেরির ইস্তিভান পেনিকে। তৃতীয় হয়েছেন ডেনমার্কের স্টেফেন ওলসেন। এই বিভাগে অপর দুই ভারতীয় সঞ্জীব রাজপুত এবং নীরজ কুমার যথাক্রমে ষষ্ঠ এবং অষ্টম স্থানে শেষ করেছেন।

২৫ মিটার পিস্তলে চমকে দিয়েছেন চিঙ্কি যাদব। রাহি সার্নোবত এবং মনু ভাকেরের মতো শুটারকে পিছনে ফেলে জিতেছেন সোনা। রাহি দ্বিতীয় এবং মনু তৃতীয় স্থানে শেষ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement