চলতি বছরের অগস্টে নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘চ্যাম্পিয়ন্স কাপ’ আয়োজনের উদ্যোগ শুরু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের।
এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ অংশ নিতে পারে নতুন এই টুর্নামেন্টে। রবিবার মুম্বইয়ে ফেডারেশনের সচিব কুশল দাস বলেছেন, ‘‘এফএসডিএল-এর সঙ্গে যৌথ উদ্যোগে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। টুর্নামেন্টের সাফল্যের ব্যাপারে আমরা খুবই আশাবাদী। ইতিমধ্যেই বিভিন্নি দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনা হয়েছে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘জাতীয় দল যাতে আরও বেশি সংখ্যা আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে, তার জন্যই নতুন এই টুর্নামেন্টের ভাবনা।’’
জাতীয় কোচ স্টিভন কনস্ট্যান্টাইনের অধীনে এই মুহূর্তে দুরন্ত ফর্মে ভারতীয় দল। শেষ ১৩টা ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছেন সুনীল ছেত্রীরা।