ফাইনালে এআইএফএফ

অনূর্ধ্ব ১৯ আইএফএ শিল্ডের হাড্ডাহাড্ডি সেমিফাইনালে টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসের যুবদলকে ৬-৫ হারিয়ে ফাইনালে এআইএফএফ অনূর্ধ্ব ১৯। এ বছর বারাসত, কল্যাণীতে অর্ধেক ম্যাচ হওয়ার পরে অবশেষে কলকাতা ময়দানে ফিরল শিল্ড।

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ০৩:২৮
Share:

অনূর্ধ্ব ১৯ আইএফএ শিল্ডের হাড্ডাহাড্ডি সেমিফাইনালে টাইব্রেকারে ক্রিস্টাল প্যালেসের যুবদলকে ৬-৫ হারিয়ে ফাইনালে এআইএফএফ অনূর্ধ্ব ১৯। এ বছর বারাসত, কল্যাণীতে অর্ধেক ম্যাচ হওয়ার পরে অবশেষে কলকাতা ময়দানে ফিরল শিল্ড। প্রথমার্ধে বোদো ও প্রসেনজিতের গোলে ২-০ এগিয়ে যায় এআইএফএফ। হাফটাইমের পরে ব্যাপটিস্ট ও ফ্লানাগানের গোলে ক্রিস্টাল ২-২ করে। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় ম্যাচ যায় টাইব্রেকারে। গোলকিপার প্রভসুখন সিংহের দুটো অসাধারণ সেভের সৌজন্যে ৬-৫ জিতল এআইএফএফ। দলের কোচ ফ্লয়েড পিন্টো বলছেন, ‘‘মাঠে অনেকে আমাদের সমর্থন করছিল। ২-২ হওয়ার পরেও ছেলেরা আত্মবিশ্বাস হারায়নি।’’ এ দিন ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ম্যাচ শুরু হওয়ার আগে পারফর্ম করে সঞ্জয় মণ্ডলের ব্যান্ড। যাঁদের বাদ্যযন্ত্র তৈরি হয়েছে গৃহ সরঞ্জামের পরিত্যক্ত অংশ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement