sourav ganguly

সৌরভের পর এবার স্নেহাশিসের হৃদযন্ত্রেও বসছে স্টেন্ট

দিন কয়েক আগে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ২১:৪০
Share:

ছবি সংগৃহীত।

এবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার তাঁর দাদার হৃদযন্ত্রেও ব্লকেজ দেখা গেল। সৌরভের মতোই স্নেহাশিসের হৃদযন্ত্রেও বসছে স্টেন্ট।

Advertisement

স্নেহাশিস নিজেই এই খবর জানিয়ে বললেন, ‘‘হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সৌরভ উদ্যোগ নিয়ে আমাকে নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে বলে। সেখানেই জানা যায়, আমার হার্টেও ব্লকেজ রয়েছে। এরপর চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করি। ওঁরাই স্টেন্ট বসানোর জন্য বলেছেন। ২২ জানুয়ারি এটা হবে। সৌরভ যে হাসপাতালে ভর্তি হয়েছিল, সেখানেই অ্যাঞ্জিয়োপ্লাস্টির গোটা প্রক্রিয়াটা হবে। ওই ডাক্তারই স্টেন্ট বসাবেন।’’

সৌরভের এখনও দুটি স্টেন্ট বসানো বাকি। সেটি এই মাসের শেষে কলকাতার বাইরের কোনও হাসপাতালেও হতে পারে। দিন কয়েক আগে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। স্টেন্ট বসানোর পরে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন।

Advertisement

স্নেহাশিসও বাংলার হয়ে চুটিয়ে ক্রিকেট খেলেছেন। এখন তিনি বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement