Sourav Ganguly

আইপিএল-এর পর এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও সন্দিহান সৌরভ

জানিয়েছেন, এই পরিস্থিতিতে যে কোনও ক্রিকেট আয়োজন করাই চাপের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২১ ২১:৪৯
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি

করোনা অতিমারির কারণে বন্ধ করে দিতে হয়েছে আইপিএল। আর পাঁচ মাসের মাথায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা নিয়েও আশঙ্কা প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সরাসরি না বললেও জানিয়েছেন, এই পরিস্থিতিতে যে কোনও ক্রিকেট আয়োজন করাই চাপের।

Advertisement

এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, “দুবাইয়ে আইপিএল-এর আয়োজন করা কঠিন কাজ ছিল। ঘরোয়া ক্রিকেট আয়োজন করতেও প্রচুর সমস্যা সামলাতে হয়েছে। এই দ্বিতীয় ঢেউ আসার আগে সবকিছু ঠিকঠাক চলছিল। এখন সবাই আশা করি বুঝতে পারছেন ক্রিকেট আয়োজন করা কতটা কঠিন কাজ। পাঁচ মাস পর বিশ্বকাপ রয়েছে। কিন্তু এই অতিমারি থাকলে যে কোনও ধরনের ক্রিকেট আয়োজন করাই কঠিন হয়ে পড়বে।”

কী ভাবে বোর্ড তাহলে কোনও সমস্যা ছাড়াই ইংল্যান্ড সিরিজ আয়োজন করল? সৌরভের উত্তর, “তখন আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। তাছাড়া খেলা ছিল শুধু দুটো দলের মধ্যে। জৈব সুরক্ষা বলয় ছিল। এর আগে ঘরোয়া ক্রিকেট চলাকালীন ৭৬০ জন ক্রিকেটার জৈব বলয়ে ছিল। কিন্তু তখন আক্রান্তের সংখ্যাও অনেক কম ছিল। দিনে সাত হাজার মতো। এখন সংখ্যাটা চার লক্ষ।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement