ফাইল চিত্র।
ডেভিড বেকহ্যামের পরে এ বার ওয়েন রুনি জানিয়ে দিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে লিয়োনেল মেসিই এগিয়ে।
ইংল্যান্ডের একটি সংবাদপত্রে নিজের কলামে রুনি লিখেছেন, “আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর ভাল বন্ধুত্ব থাকার পরেও বলতে হচ্ছে, ওর চেয়ে মেসি অনেক ভাল ফুটবলার। ঠিক যে কারণে আমি পল স্কোলস এবং জাভির ফুটবল খুব পছন্দ করি।” ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে একসঙ্গে খেলেছেন রুনি এবং রোনাল্ডো। প্রাক্তন পর্তুগিজ সতীর্থ সম্পর্কে তাঁর মূল্যায়ন, “আমরা যখন একসঙ্গে খেলা শুরু করি ম্যান ইউ-এ, ও কিন্তু গোলের সামনে খুব একটা তীক্ষ্ণ ছিল না। তবে রোনাল্ডোর মধ্যে বরাবর বিশ্বের সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবল তাগিদ ছিল।” আরও লিখেছেন, “টানা অনুশীলনের মাধ্যমে ও নিজেকে এই উচ্চতায় নিয়ে গিয়েছে এবং মানতে বাধা নেই, এই মুহূর্তে ওর মতো গোলের খিদে কারও মধ্যে নেই। এই প্রজন্মে এখনও পর্যন্ত মেসি এবং রোনাল্ডোই দুই সেরা মহাতারকা।” মেসির সঙ্গে রোনাল্ডোর পার্থক্য কোথায়? রুনি লিখেছেন, “রোনাল্ডো বক্সের মধ্যে ভয়ঙ্কর। আর মেসি আপনাকে মেরে ফেলার আগে ক্রমাগত নির্যাতন করে যাবে।’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)