২০১৭ মহিলা বিশ্বকাপের ফাইনাল লর্ডসে

১৩ বছর পর আবার ইংল্যান্ডে মহিলা ক্রিকেট বিশ্বকাপ। ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ভেনু ঘোষণা করল আইসিসি। বিখ্যাত লর্ডসে হবে এই টুর্নামেন্টের ফাইনাল। বাকি খেলা হবে ডার্বিশায়ার, লেস্টারশায়ার, সমারসেট, গ্লোসেস্টারশায়ারে। ১৯৯৩র পর আর ইংল্যান্ডে মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১০
Share:

১৩ বছর পর আবার ইংল্যান্ডে মহিলা ক্রিকেট বিশ্বকাপ। ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ভেনু ঘোষণা করল আইসিসি। বিখ্যাত লর্ডসে হবে এই টুর্নামেন্টের ফাইনাল। বাকি খেলা হবে ডার্বিশায়ার, লেস্টারশায়ার, সমারসেট, গ্লোসেস্টারশায়ারে। ১৯৯৩র পর আর ইংল্যান্ডে মহিলা ক্রিকেট বিশ্বকাপ হয়নি। সেবার ফাইনালে এই লর্ডসেই নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল ইংল্যান্ড। আগামী বছর ২৬ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। শেষ হবে ২৩ জুলাই। মোট ৩১টি ম্যাচ হবে। ৮ দলের এই বিশ্বকাপ খেলা হবে রাউন্ড রবিন ফর্ম্যাটে। ইসিবি ডিরেক্টর স্টিভ এলওরথি বলেন, ‘‘এই টুর্নামেন্ট মহিলাদের ক্রিকেট খেলার জন্য উদ্বুদ্ধ করবে। আমরা চাইছি আরও মহিলা এই খেলায় আসুক। ছোটরা যোগ দিক ক্রিকেটে। যে কারণে গরমের সময় বিশ্বকাপ করা হচ্ছে। যাতে স্কুলগুলিও খেলা দেখতে আসতে পারে।’’ এই মুহূর্তে ভারতীয় মহিলা দলের র‌্যাঙ্কিং চার। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড ও তৃতীয় নিউজিল্যান্ড।

Advertisement

আরও খবর

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিনে নেমে গেল ভারত

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement