দু’দফায় নিজেদের ঘরে ফিরলেন আফগানরা

বিল বিভ্রান্তির পরে বিমান দুর্ভোগ। সমস্যা যেন পিছু ছাড়ছে না মহিলা আফগানিস্তান ফুটবল টিমের।আইএফএ-র তৎপরতায় দলের বিল সমস্যা মেটার পরেই শনিবার নির্ধারিত সময়ে বিমান ধরার কথা ছিল সবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০৩:৫৩
Share:

বিল বিভ্রান্তির পরে বিমান দুর্ভোগ। সমস্যা যেন পিছু ছাড়ছে না মহিলা আফগানিস্তান ফুটবল টিমের।

Advertisement

আইএফএ-র তৎপরতায় দলের বিল সমস্যা মেটার পরেই শনিবার নির্ধারিত সময়ে বিমান ধরার কথা ছিল সবার। কিন্তু বিমানের টিকিট-সংরক্ষণ নিশ্চিত না হওয়ায় দেশে ফিরতে পারলেন না আফগান দলের বেশ কিছু ফুটবলার-সহ পনেরো জন সদস্য। যদিও রবিবার অনেক কাঠখড় পোড়ানোর পরে বাকি টিমকে দেশে ফেরানোর ব্যবস্থা করা গিয়েছে।

তবে সারাদিন বিমানবন্দরে টিকিটের জন্য নাজেহাল হতে হয়েছে বলে অভিযোগ করেন দলের সঙ্গে থাকা আফগানিস্তান ফুটবল ফেডারেশনের মহিলা কমিটির প্রধান ওয়ালিজার্দা। তাঁর অভিযোগ, ‘‘আমাদের ৬ জানুয়ারি ফেরার টিকিট ছিল। দল হেরে যাওয়ায় আগেই ফিরতে হচ্ছে। যে এজেন্টের মাধ্যমে টিকিট কাটা হয়েছিল, তিনি আশ্বাস দিয়েছিলেন টিকিট নিশ্চিত হয়ে যাবে। বিমানবন্দরে গিয়ে দেখলাম চার-পাঁচ জন করে বিভিন্ন বিমানে আসন সংরক্ষণ করা হচ্ছে। ১৬ জন যেতে পারলেও বাকিরা ফিরে আসি।’’

Advertisement

দিনভর নানা ভাবে টিকিটের জন্য চেষ্টা চালানোর পরে হতাশ হয়ে তাঁরা অবশ্য ফিরে আসেন শিলিগুড়ির সেবক মোড়ের সেই হোটেলেই। যেখানে বিল নিয়ে সমস্যা হয়েছিল। যদিও শনিবার রাতে থাকার জন্য ফের অতিরিক্ত চব্বিশ হাজার সাড়ে সাতশো টাকা বিল মেটাতে হয় আফগান দলকে। কিন্তু টাকা ট্রান্সফারের সমস্যার জেরে আইএফএ এ বারও মিটিয়ে দেয় সেই বিল। আইএফএ-র ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড অপারেশনাল) অনির্বাণ দত্ত বলেন, ‘‘আমাদের তরফে প্রয়োজনীয় সাহায্য করে দেওয়া হয়েছে। শনিবার যাঁরা ফিরে এসেছিলেন, রবিবার তাঁদের দেশে ফেরার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement