ফাইল চিত্র।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বুধবার বিকেলে ঢাকায় পৌঁছবে আফগানিস্তান ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলায় আগামী ২৫, ২৮ ও পয়লা অক্টোবর অনুষ্ঠিত হবে খেলাগুলো।
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েই বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। তবে তার আগে অনেকটা নীরবেই শুরু হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আফগানিস্তান দল এ দিন অনুশীলনে ব্যস্ত থাকবে। সিরিজের আগে আগামী ২৩ সেপ্টেম্বর খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। আগামী ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আর এই প্রস্তুতি ম্যাচের জন্য দলও ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কন্ডিশনিং ক্যাম্পে থাকা চার ক্রিকেটার। তাঁরা হলেন লিটন কুমার দাস, শুভাগত হোম চৌধুরী, আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বী।
বিসিবি ৩০ জনের যে কন্ডিশনিং ক্যাম্প করেছিল সেখানে ছিলেন এই চার ক্রিকেটার। তবে ২০ জনের পুলে তাঁরা জায়গা হারান। শুধু তারাই নন এইচপি ক্যাম্পে থাকা ক্রিকেটার সাঞ্জামুল ইসলাম ও আল-আমিন জুনিয়রকে আফগানদের বিপক্ষে খেলার সুযোগ তৈরি করে দিয়েছে বিসিবি। এ ছাড়া ইংল্যান্ড ও আফগানিস্তান সিরিজের জন্য ঘোষিত পুলের ৭ ক্রিকেটার আফগানিস্তানের বিপক্ষে খেলবেন। মঙ্গলবার রাতে বিসিবি ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে।
এদিকে ইংল্যান্ড সিরিজের আগে এই 'সারপ্রাইজ' সিরিজে জয় ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশের কোচ হাতুরুসিংহে। একই ভাবনায় ডুবে রয়েছেন ক্রিকেট বোর্ডের সদস্য থেকে ক্রিকেটাররা।
এই সিরিজ আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। এটাই বাংলাদেশ-আফগানিস্তানের প্রথম সিরিজ। ক্রিকেট বিশ্বের এই নতুন দলটি যে কী পরিমাণ খুশি হয়েছে তা বোর্ড প্রধান নাসিমুল্লাহ দানিশের বক্তব্যেই স্পষ্ট, “বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে পেরে আমরা রোমাঞ্চিত। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আমরা উপভোগ্য ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”