২০ ওভারে ২৭৮! রেকর্ডের বন্যা বইয়ে আয়ারল্যান্ডকে হারাল আফগানিস্তান

এশীয় ক্রিকেটের দাপট দেখা গেল দুই গোলার্ধে। দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করল আফগানিস্তান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৮
Share:

আয়ারল্যান্ডের বিরুদ্ধে মারমুখী হজরতুল্লাহ জ়াজ়াই।—ছবি এএফপি।

এশীয় ক্রিকেটের দাপট দেখা গেল দুই গোলার্ধে। দক্ষিণ আফ্রিকায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করল আফগানিস্তান।

Advertisement

শনিবার টি-টোয়েন্টিতে একের পর এক বিশ্বরেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটারেরা। দেহরাদূনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে আফগানিস্তান তোলে ২৭৮-৩। যা সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া তুলেছিল ২৬৩। জবাবে আয়ারল্যান্ড করে ৬ উইকেটে ১৯৪। রশিদ খান নেন চার উইকেট।

বিশ্বরেকর্ড করেন ওপেনার হজরতুল্লাহ জ়াজ়াইও। ৬২ বলে অপরাজিত ১৬২ রান করার পথে ১৬টি ছয় মারেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক। এত দিন সেই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের। মেরেছিলেন চোদ্দোটি ছয়। জ়াজ়াইয়ের ১৬২ রান টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় দু’নম্বরে।

Advertisement

ওপেনিং জুটিতেও বিশ্বরেকর্ড আফগানদের। জ়াজ়াই আর উসমান ঘনি মিলে প্রথম উইকেটে ২৩৬ রান যোগ করেন। যা শুধু প্রথম উইকেটেই নয়, টি-টোয়েন্টির ইতিহাসে যে কোনও উইকেটেই বিশ্বরেকর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement