টি-২০ বিশ্বকাপে এ বার খেলার যোগ্যতা অর্জন করল এশিয়ার তিন দেশ—হংকং, আফগানিস্তান এবং ওমান। বৃহস্পতিবার পাপুয়া নিউগিনিকে হারিয়ে আগামী বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টের টিকিট পকেটে পুরে নেয় আফগানরা। এশিয়ার এই তিন দেশ ছাড়াও আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে স্কটল্যান্ড, আয়ার্ল্যান্ড এবং নেদারল্যান্ডস অংশ নেবে এই প্রতিযোগিতায়। এ দিকে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হংকং-আফগানিস্তান ম্যাচে গড়াপেটার গন্ধ পেল আইসিসির দুর্নীতি দমন শাখা। গত মঙ্গলবারের ওই ম্যাচ খতিয়ে দেখে তদন্তের সিদ্ধান্ত জানিয়েছেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। প্রথম কোয়ালিফাইং ওই প্লে অফ ম্যাচে আফগানদের পাঁচ উইকেটে হারিয়ে যোগ্যতা অর্জন করে হংকং।