ATK Mohunbagan

হাফ ছেড়ে বাঁচল এটিকে মোহনবাগান, স্থগিত হয়ে গেল এফসি কাপ

তারকা ফুটবলারদের ছাড়া মলদ্বীপে যেতে চায়নি এটিকে মোহনবাগান

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৫:২৫
Share:

এটিকে মোহনবাগান ফাইল চিত্র

স্থগিত হয়ে গেল এএফসি কাপের খেলা। ফুটবল অ্যাসোসিয়েশন অফ মলদ্বীপ চিঠি দিয়ে এএফসি-র কাছে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানোর পরই রবিবার এই সিদ্ধান্ত জানিয়ে দেয় এএফসি।

Advertisement

বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দেয়, ‘যে সমস্ত দল ইতিমধ্যেই মলদ্বীপে পৌঁছে গিয়েছে তারা সমস্ত কোভিড বিধি মেনে তাদের ফেরার ব্যবস্থা করুক। যারা এখনও মলদ্বীপে পৌঁছায়নি তাদের যাওয়ার দরকার নেই। আপাতত আমরা গ্রুপের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি’।

করোনা পরিস্থিতির মধ্যে মলদ্বীপে ভারত থেকে বেঙ্গালুরু এফসি খেলতে গেলেও কড়া নিয়মের মধ্যে থাকতে হয় তাদের। তিন বিদেশি ফুটবলার এই নিয়ম না মানায় মলদ্বীপ ছাড়তে বলা হয় গোটা দলকে। অন্যদিকে, তারকা ফুটবলারদের ছাড়া মলদ্বীপে যেতে চায়নি এটিকে মোহনবাগানও। রবিবার বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের মলদ্বীপ যাওয়ার কথা। সবটাই থমকে গিয়েছে এএফসি-র এই সিদ্ধান্তের পর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement