ঘরে ফিরলেন সোনার ছেলে অচিন্ত্য। নিজস্ব চিত্র।
কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে ঘরে ফিরলেন হাওড়ার দেউলপুরের বসিন্দা অচিন্ত্য শিউলি। সোনার ছেলের ঘরের ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন পাঁচলার দেউলপুর বাসিন্দারা। পছন্দের খাবার বানিয়ে তৈরি ছিলেন তাঁর মা-ও।
ছেলে আগেই ফোনে জানিয়েছিলেন বাড়ি ফিরে কড়াইশুটির কচুরি আর চানা-মশলা খাবেন। সেই মতো নিজের হাতে সব বানিয়েছেন অচিন্ত্যের মা পূর্ণিমা বাউড়ি। ছেলে ঘরে এলেই গরম গরম ভেজে দেবেন। এ ছাড়া আনা হয় তাঁর প্রিয় দই এবং মিষ্টি।
অচিন্ত্য দেউলপুরের মাটি পা রাখতেই বাঁধ ভাঙা ঊচ্ছাসে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁর আসার আগে থেকেই বাড়িতে ভিড় জমিয়েছিলেন অনেকে। বরণডালা সাজিয়ে মা তাঁকে বরণ করে নেন। প্রসঙ্গত, গেমসে ভারোত্তলনে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছেন অচিন্ত্য। এ বার তাঁর লক্ষ্য ২০২৪-এর প্যারিস অলিম্পিক্স। কয়েক দিন বিশ্রাম নিয়ে ফের অনুশীলন শুরু করে দেবেন সেনা কর্মী অচিন্ত্য।